Bangladesh: পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা বাংলাদেশের! টাইগার বাহিনীকে ধুয়ে দিল শ্রীলঙ্কা

বড় ধাক্কা খেল বাংলাদেশ (Bangladesh)। ঘরের মাঠে একেবারে মুখ থুবড়ে পড়েছে টাইগার ব্রিগেড। সম্প্রতি যে দলের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেটের রেষারেষি চলেছে সবথেকে বেশি, সেই তারাই বাংলাদেশকে সিরিজে হারিয়ে ফেল লজ্জার মুখে। বিশ্ব টেস্ট (WTC) ক্রমে তালিকায় বাংলাদেশ এখন পাকিস্তানের (Pakistan) থেকেও পিছিয়ে রয়েছে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার (Sri Lanka) কাছে হেরেছে বাংলাদেশ, বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছে শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ১৯২ রানে পরাজিত করে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দ্বীপ রাষ্ট্রের দল। বাংলাদেশকে সিরিজে হারানোর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা।

   

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে শ্রিলঙ্কার পিসিটি বা পয়েন্ট পার্সেন্টেজ সিস্টেম ছিল ৩৩.৩৩। কিন্তু এখন সিরিজ জয়ের পরে সেটা বেড়ে হয়েছে ৫০.০০। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত (প্রথম), অস্ট্রেলিয়া (দ্বিতীয়) ও তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পরেই রয়েছে তারা। অন্যদিকে ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বাধীন দলের কাছে সিরিজ হারের ফলে বড় ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের পিসিটি ছিল ৩৩.৩৩ স্কোর। চট্টগ্রামে শোচনীয় ভাবে পরাজয়ের পর পিসিটি এখন কমে হয়েছে ২৫.০০।

দ্বিতীয় টেস্ট শ্রীলঙ্কা স্কোর বোর্ডে ৫৩১ রান তুলেছিল। দলের ছয়জন ক্রিকেটার হাফসেঞ্চুরি করেছিলেন। এরপর আসিথা ফার্নান্দোর দুর্দান্ত এক স্পেলের সুবাদে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। একাই চার উইকেট দখল করেন ফার্নান্দো।

ফলো-অন অপশনে না গিয়ে শ্রীলঙ্কা ফের ব্যাট করে ব্যাট করে বাংলাদেশের বিরুদ্ধে আরও বাড়িয়ে নেয় লিড। শেষ পর্যন্ত ম্যাচ জয়ের জন্য ৫১১ রান দরকার ছিল বাংলাদেশের। মুমিনুল হক (৫০) ও মেহেদী হাসান মিরাজ (৮১*) দারুণ ব্যাটিং করে বাংলাদেশের হয়ে ভালো কিছু করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে দলের পরাজয় তাঁরা ঠেকাতে পারেননি। ৩১৮ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর