IPL: সুখ সইল না বেশীক্ষণ, চোটের কারণে একেবারে বাইরে লখনউ সুপার জায়ান্টসের তরুণ পেস বোলার

আইপিএলের (IPL) ১৭তম মরসুমে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছে লখনউ সুপার জায়ান্টসের (LSG)। গতকালই তারা হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এরপর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই দলের জন্য এসেছে খারাপ খবর। চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন দলের তরুণ ফাস্ট বোলার শিবম মাভি (Shivam Mavi )।

ফ্র্যাঞ্চাইজিটি তার এক্স হ্যান্ডেলে শিবম মাভির একটি ভিডিও প্রকাশ করেছে। শিবমের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে চোট পেয়ে তাঁর ছিটকে যাওয়ার খবর জানিয়েছে ক্লাব। এই ভিডিওতে মরসুমের বাইরে থাকার ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের তরুণ পেস বোলার। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজির পক্ষ তাঁর জন্য একটি বার্তাও দেওয়া হয়েছে। ক্লাবের পক্ষ থেকে ক্রিকেটারকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘তুমি আবার দৃঢ়ভাবে ফিরে আসবে শিবম। আমরা তোমার পাশে রয়েছি।’

   

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ লখনউ সুপার জায়ান্টসের শেয়ার করা একটি ভিডিওতে শিবম দুবে নিজে মরসুম থেকে ছিটকে যাওয়ার ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, ‘আমি দলকে খুব মিস করব। চোট পাওয়ার পর দলে এসেছিলাম। ভেবেছিলাম দলের সঙ্গে ম্যাচ খেলব এবং আরও ভালো পারফর্ম করতে পারবো। তবে দুর্ভাগ্যবশত ফের চোটের কবলে পড়ায় আমাকে মাঠের বাইরে চলে যেতে হচ্ছে। এই সমস্ত কিছুর জন্য ক্রিকেটারকে মানসিকভাবে দৃঢ় থাকতে হয়। চোট পেলে কীভাবে কামব্যাক করতে হবে, কোন বিষয়গুলিতে মনোযোগ দিতে হবে সে ব্যাপারে সতর্ক থাকয়ে হয় আমাদের। আমাদের দলটা খুব ভালো।’

দলের সমর্থকদের প্রতি চোট পাওয়া শিবম মাভির বার্তা, ‘লখনউ সুপার জায়ান্টকে সমর্থন করতে থাকুন। সমর্থক ছাড়া কোনও দল হয় না। সমর্থন করলে সব সময় দারুণ লাগে এবং খেলোয়াড়রাও বাড়তি আত্মবিশ্বাস পায়।’

বুধবার বিকেলে লখনউ সুপার জায়ান্ট তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানিয়েছে, ‘প্রতিভাবান ডানহাতি ফাস্ট বোলার ডিসেম্বরে নিলামের পরে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। প্রাক-মরসুম থেকে শিবিরের অংশ ছিলেন। চলতি মরসুমের জন্য স্কোয়াডের মূল অংশ ছিলেন তিনি। তাই আমরা এবং শিবম এখন হতাশ। ফ্র্যাঞ্চাইজি শিবমের পাশে থাকবে সর্বদা… আমরা তাঁর দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করি। আময়া নিশ্চিত যে তিনি আরও ফিট এবং শক্তিশালী হয়ে মাঠে ফিরে আসবেন।’

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর