বাজপাখির মতো উড়ে গিয়ে ক্যাচ! ৪২ বছর বয়সেও ভেলকি দেখাচ্ছে ধোনি, ভাইরাল ভিডিও

বয়স শুধু সংখ্যা মাত্র। বারংবার প্রমাণ করে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি যে কাজটা করলেন তাতে প্রবল উচ্ছ্বসিত হতে পারেন ধোনি ভক্তরা। সেই সঙ্গে তরুণ ক্রিকেটারদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ‘থালা’।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানোর পর গতরানে সুপার কিংস জিতেছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। পরপর ম্যাচ জিতে IPL ২০২৪ পয়েন্ট তালিকার শীর্ষে চলে গিয়েছে CSK।

   

এবারের আইপিএল শুরু হওয়ার ঠিক আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে চেন্নাই সুপার কিংস। অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মহেন্দ্র সিং ধোনি। ইয়েলো ব্রিগেডের নতুন নেতা রুতুরাজ গায়কোয়াড়। আপাতত রুতুরাজের অধিনায়কত্বে এগিয়ে চলেছেন সুপার কিংস। বলা বাহুল্য, দেশের অন্যতম সেরা প্রাক্তন অধিনায়কের গাইডেন্সের বেড়ে উঠছেন তিনি। পরপর দুই ম্যাচে জয়ের পিছনে অবদান রয়েছেন মহেন্দ্র সিং ধোনির।

এবারের মরসুম শুরু হওয়ার আগে থেকে অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন ব্যাট হাতে খুব বেশি দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। দুই ম্যাচে ব্যাট করেননি ধোনি। দরকারও পড়েনি। সুপার কিংসের টপ অর্ডার ও মিডল অর্ডার ঘুরিয়ে দিচ্ছে ম্যাচের মোড়। ধোনি খেলায় প্রভাব ফেলছেন উইকেটের পিছনে গ্লাভস জোড়া হাতে পরে।

দারুণ একটা ক্যাচ নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবারের অন্যতম সেরা ক্যাচ। গত আইপিএল মরসুম শেষ হওয়ার পরে ধোনির হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। যার ফলে এই মরসুমে তাঁর খেলা নিয়ে ছিল সাসপেন্স। ৪২ বছর বয়সেও এই ক্যাচ নেওয়া মুখের কথা নয়। অনেকেই এই ক্যাচ দেখেছেন ইতিমধ্যে। দেখে নিন আপনিও-

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর