KKR-র লড়াইয়ের দিন খেলা নয়! বদলে গেল মোহনবাগান ম্যাচের দিন, জানুন কবে হবে

পিছিয়ে দেওয়া হল মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। একই দিনে পড়েছিলে কলকাতা নাইট রাইডার্স ও মোহনবাগানের ম্যাচ। শেষ পর্যন্ত বাগানের ম্যাচকেই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৪ এপ্রিল ক্রীড়া প্রেমীদের জন্য খুব স্পেশাল হতে পারতো। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। ইন্ডিয়ান সুপার লিগের পূর্ণাঙ্গ সুচি অনেক আগেই প্রকাশিত করা হয়েছিল। সেই মতো মরসুমের অর্ধেক ম্যাচ খেলা হয়ে গিয়েছে ইতিমধ্যে। আগামী ১৪ তারিখ কলকাতা সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসির মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল।

   

ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI-এর পক্ষ থেকে একেবারে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সুচি প্রকাশ করা হয়নি। এ বছর লোকসভা নির্বাচন। সে জন্য নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভোটের নির্ঘন্ট প্রকাশ্যে আসার পর চলতি IPL-এর বকি অংশের সুচি প্রকাশ করা হয়েছে। আইপিএলের বকি অংশের সুচি প্রকাশ হওয়ার পরেই দেখা দেয় সমস্যা।

মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসির ম্যাচের দিনেই দেওয়া হয় কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। কেকেআর-এর ম্যাচটিও কলকাতায়, ইডেন গার্ডেন্সে। শহরে একই দিনে দুটি বড় ম্যাচ। আয়োজন করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারতো। সেই সঙ্গে দুই ম্যাচেই দর্শক সংখ্যায় কম বেশি ভাটা লক্ষ্য করার সম্ভাবনা ছিলই। একই দিনে দুই বড় ম্যাচ শহরে আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না সে ব্যাপারে প্রশ্ন উঠেছিল অনেক আগেই।

আগামী ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে রয়েছে কেকেআরের ম্যাচ। ওই দিন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে থাকা কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হল মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। মোহনবাগান-মুম্বাই সিটি এফসি ম্যাচ ১৪ এপ্রিলের বদলে হবে পরের দিন অর্থার ১৫ এপ্রিল।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর