রান একই তবুও কোহলির থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিল পরাগ! কারণ কী?

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রমে চড়ছে উত্তেজনার পারদ। লো স্কোরিং ম্যাচের পাশাপাশি হচ্ছে হাই-স্কোরিং ম্যাচ। প্রায় প্রতিদিন বদলে যাচ্ছে আইপিএল ২০২৪-এর পয়েন্ট টেবিল। বদল হচ্ছে আরও একটা ক্ষেত্রেও। আইপিএল ২০২৪ এর পয়েন্ট টেবিল ছাড়াও আরও একটা দিকে চলছে সাপ লুডোর লড়াই।

ইন্ডিয়াম প্রিমিয়ার লিগে প্রতি মরসুমে ক্রিকেটারদের অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ দিয়ে সম্মানিত করা হয়। এক মরসুমের টুর্নামেন্টে যে ক্রিকেটার সবথেকে বেশ যিনি রান করবেন তিনি পাবেন কমলা টুপি। আর যিনি সবথেকে বেশি উইকেট নিতে পারবেন তিনি অর্জন করবেন বেগুনী টুপি। এবারের অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে রয়েছেন একাধিক ক্রিকেটার। বিরাট কোহলি দৌড়ে রয়েছেন। ভালো ফর্মে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ক্রিকেটার। বিশেষ বিষয় হল, বেশি রান করার পরেও অরেঞ্জ টুপি তাঁকে দেওয়া হয়নি। পরিবর্তে টুপি পেয়েছেন বিরাট কোহলির সমান রান করা অন্য এক ক্রিকেটার। কিন্তু কেন, একই রান করার পরেও কেন সবথেকে বেশ রান করার সম্মান দেওয়া হচ্ছে না বিরাট কোহলিকে?

   

এবারের মরসুমে নিজেকে নতুন করে মেলে ধরেছেন রিয়ান পরাগ। এর আগের মরসুমে লাগাতার সুযোগ দেওয়া হলেও রান পাচ্ছিলেন না তিনি। এবার সিজন শুরু হওয়ার আগে কঠোর পরিশ্রম করেছিলেন। যার ফল পাচ্ছেন রাজস্থান রয়্যালসের এই উঠতি ব্যাটার। এখন তিনিই অরেঞ্জ ক্যাপের মালিক, বিরাট কোহলিকে টক্কর দিকে ক্যাপ কার্যত ছিনিয়ে নিয়েছেন তিনি।

এবারের আইপিএল মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন রিয়ান পরাগ। চলতি আইপিএলের প্রথম ম্যাচে ২৯ বলে ৪৩ রান করেছেন। এরপর দ্বিতীয় ম্যাচে ৮৪ রান করার পর তৃতীয় ম্যাচে করেন ৫৪ রান। টানা ৩ ইনিংসে উল্লেখযোগ্য রান করার পর বিরাট কোহলির সঙ্গে আইপিএল ২০২৪ এর সবথেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ঢুকে পড়েন তিনি। বিরাটকে অতিক্রম করে পরাগই এখন টুপির মালিক।

আসলে রিয়ান পরাগের স্ট্রাইক রেট এবং গড় বিরাট কোহলির চেয়ে ভালো। সে কারণেই বিরাট ও পরাগের রান সমান সমান হলেও অরেঞ্জ টুপি পেয়েছেন রাজস্থান রয়্যালসের ব্যাটার। এছাড়া অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা ক্রিকেটার হেনরিখ ক্লাসেন আছেন। পরাগ ও বিরাটের নামের পাশে রয়েছে ১৮১ রান। পরাগের গড় ১৮১.০০, বিরাটের ৯০.৫০।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর