একজনকে সরানো হয়েছে, অন্যজন সরেছেন নিজেই! ১০ IPL ট্রফিজয়ী দুই অধিনায়কের যুগের অবসান

দু’জনেই নিজের মতো করে সেরা। দুই অধিনায়কের ঝুলিতে রয়েছে মোট দশটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেতাব। নিঃসন্দেহে বলা যায় এই দুই ভারতীয় ক্রিকেটার IPL-এর দুই কিংবদন্তি। ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রেও তাঁদের লেজেন্ড বলা যায়।

কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা সম্পর্কে। IPL ইতিহাসের সবথেকে সফল দুই অধিনায়ক। ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে কে বেশি সফল সেটা বলা মুশকিল। দু’জন নিজেদের দলের হয়ে জিতেছেন পাঁচটি করে আইপিএল ট্রফি। রোহিত শর্মার কাছ থেকে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কত্বের দায়িত্ব আগেই সরিয়ে নিয়েছিল। মহেন্দ্র সিং ধোনিও এবার সরে দাঁড়িয়েছেন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টিন্সি থেকে। ধোনির জায়গায় চেন্নাই সুপার কিংস এবার অধিনায়ক করেছে রুতুরাজ গায়কোয়াডকে।

   

আইপিএল-এর কথা বলতে গেলে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার কথা বলতেই হয়। ভারতের এই কোটিপতি লিগের দুই মহীরুহ। আইপিএলের প্রথম থেকে ধারাবাহিকভাবে খেলেছেন দু’জনে। ইন্ডিয়ান সুপার লিগ আজ থেকে শুরু হচ্ছে। এই নিয়ে সতেরোতম মরসুমে পদার্পণ করেছে আইপিএল। দুজনে মিলে ১০বার টুর্নামেন্ট সেরা হয়েছেন। এবার থেকে শুরু হচ্ছে একটা নতুন যুগ, নতুন সময়ের সূচনা। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রজন্ম উঠে আসার আভাস পাওয়া যাচ্ছে আইপিএল থেকে।

২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোহিত তাঁর অধিনায়কত্বে পাঁচবার- ২০১৩ সিজন, ২০১৫ সিজন, ২০১৭ সিজন, ২০১৯ সিজন এবং ২০২০ মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন। রোহিত এই সময়কালে আইপিএলে ১৫৮ টি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছিলেন। রোহিতের নেতৃত্ব মুম্বাই ইন্ডিয়ান্স ৮৭ টি ম্যাচ জিতেছে, ৬৭ টি ম্যাচ হেরেছে এবং ড্র হয়েছে ৪ টি ম্যাচ।

ধোনির অধিনায়কত্বে আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত ১২ বার প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস। ধোনির আমলে সিএসকে ১০ বার ফাইনাল খেলেছে। যার মধ্যে দলটি ৫ বার শিরোপা জিততে সক্ষম হয়েছে দল। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ মরসুমে এই শিরোপা জয় করেছে চেন্নাই সুপার কিংস।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর