বাড়ির অন্দরসজ্জাই কয়েক কোটির! কেজরিওয়ালের মোট কত সম্পত্তি জানলে ভিরমি খাবেন

২৪-এর লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ED। আবগারি নীতিতে আর্থিক দুর্নীতিকাণ্ডে এই গ্রেফতারি বলে খবর। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্ধেবেলায় আচমকাই হানা দেন ইডির আধিকারিকরা। এরপর দীর্ঘ তল্লাশি, জিজ্ঞাসাবাদের পর তাঁর বাসভবন থেকে গ্রেফতার করে ইডি।

শুধু কী তাই, ইন্ডিয়া জোটের শরিক অরবিন্দ কেজরিওয়ালের ১২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এহেন অবস্থায় আপনার মনেও কি প্রশ্ন জাগছে যে দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে কত টাকার সম্পত্তি রয়েছে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। ৯ বার সমন পাঠানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদ করতে এসে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি।

অরবিন্দ কেজরিওয়ালের মোট সম্পত্তি

   

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ কত, তা জেনে নিন। ২০২০ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, কেজরিওয়ালের ৬৭,৪২,৮৭০ টাকার অস্থাবর সম্পত্তি এবং ২.৭৭ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে ১৫,৩১,৬৬৫ টাকার মিউচুয়াল ফান্ড, ৬.২০ লক্ষ টাকার একটি গাড়ি এবং ১২.৪০ লক্ষ টাকার সোনার গয়না।

অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর গুরুগ্রামে ১ কোটি টাকা মূল্যের একটি বাড়ি রয়েছে, যা ২০১০ সালে কেনা হয়েছিল। myneta.info অনুযায়ী, হরিয়ানা ও গাজিয়াবাদে অরবিন্দ কেজরিওয়ালের অকৃষি জমি রয়েছে, এই জমির মূল্য ১.৭৭ কোটি টাকা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কোনও ঋণ নেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩,৪৪,৪২,৮৭০ টাকা।

অন্যদিকে, বিজেপি দাবি করেছে যে, কেজরিওয়ালের বাড়িতে ২৩টা পর্দা লাগানো রয়েছে, যার আনুমানিক মূল্য ৯৭ লক্ষ টাকা। এছাড়াও ভিয়েতনাম থেকে তিন কোটির মার্বেল এনে বাড়িতে বসানো হয়েছে। এছাড়াও বিজেপি দাবি করেছে যে, কেজরিওয়াল বাড়ির ভিতরে সাজানোর জন্য ১১ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছেন।

এর আগে বিআরএস নেতা কে কবিতাকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে নয়াদিল্লিতে নিয়ে আসা হয়েছিল। গত বছর অরবিন্দ কেজরিওয়ালকে তদন্তে যোগ দেওয়ার জন্য ইডি তলব করেছিল, কিন্তু তিনি বিভিন্ন কারণ দেখিয়ে একবারও জিজ্ঞাসাবাদে যোগ দেননি। ইতিমধ্যেই এই মামলায় মণীশ সিসোদিয়া ও সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছে। তবে এবার এই এই মামলায় গ্রেফতার করা হল অরবিন্দ কেজরিওয়ালকে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর