রিঙ্কু সিংয়ের বৃহস্পতি তুঙ্গে, এক ধাপে বেতন বাড়ছে অনেকটা

অবশেষে ঘুচল রিঙ্কু সিং ভক্তদের একটা আক্ষেপ। বেতন বাড়ছে তাঁর। কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং-এর বেতন বাড়াতে চলেছে। আগের থেকে প্রায় দ্বিগুণ হচ্ছে ভারতের অন্যতম বিস্ফোরক এই ফিনিশারের বেতন।

দির্ঘ দিন ধরে কলকাতা নাইত রাইডার্সে রয়েছেন আলিগড়ের রিঙ্কু সিং। নিজের প্রতিভার প্রকাশ করেছিলেন গতবার আয়োজিত আইপিএল আসরে। এক ওভারে পাঁচটা ছয় মেরে চলে এসেছিলেন লাইম লাইটে। তারপর কতো যে ছয় মেরেছেন, আর কতো ম্যাচে একার হাতে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছেন তার কোনও হিসেব নেই। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একের পর বিস্ফোরক ইনিংস খেলার পরে টিম ইন্ডিয়ার মূল দলে জায়গা করে নিয়েছেন তিনি। সব ঠিক চললে আসন্ন T20 বিশ্বকাপেও তাঁকে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

   

রিঙ্কু যে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটের অন্যতম সম্পদ হয়ে উঠেছে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI-এর সিদ্ধান্ত থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ারদের মতো ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে রিঙ্কু সিং-এর হাতে চলে এসেছিলেন নতুন চুক্তি পত্র। অর্থাৎ, ঈশান কিংবা আইয়ারের থেকেও এখন রিঙ্কু সিংয়ের গুরুত্ব বেড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। নতুন চুক্তি পত্র পাওয়ার ফলে বেতন বেড়েছে উত্তর প্রদেশের এই ক্রিকেটারের।

বিসিসিআই বেতন বাড়ালে নিয়ম অনুযায়ী বেতন বাড়াতে হবে ফ্রাঞ্চাইজিকেও। ফ্রাঞ্চাইজি মানে এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন মাত্র ৫৫ লক্ষ টাকার বিনিময়ে। সেই থেকে গত মরসুম পর্যন্ত ৫৫ লক্ষতেই আটকে ছিল তাঁর IPL বেতন। কিন্ত আর নয়। বোর্ডের নিয়ম অনুযায়ী বেতন বাড়াতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-এ সিং-এর নতুন বেতন হচ্ছে এ বারের আইপিএল থেকে বেতন পাবেন ১ কোটি টাকা।

রিঙ্কু সিং ছাড়াও রজত পাতিদার, সাই সুদর্শন ও জীতেশ শর্মার মতো তরুণ ক্রিকেটারদেরও আইপিএলের দর বাড়ছে ক্যেক ধাপ। রজত, সুদর্শন, জীতেশ আগে পেতেন ২০ লক্ষ টাকা করে। এবার থেকে তিনজনেই পাবেন ৫০ লক্ষ টাকা।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর