হারের পর হার্দিকে ক্লাস নিচ্ছে রোহিত! হিটম্যানের সামনে চুপ মুম্বইয়ের অধিনায়ক

রোহিত শর্মা কে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার সিদ্ধান্ত কি ঠিক হয়েছে? আইপিএলে পরপর দুই ম্যাচে হারার পর আবারও এই প্রশ্ন তুলতে শুরু করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা। শুধু প্রশ্ন উঠছে বললে ভুল হবে, হার্দিককে নিয়ে রীতিমতো শুরু হয়েছে জোরদার ট্রোলিং। এরই মধ্যে গতকালের ম্যাচের কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে মাঠেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে আলাদা ভাবে কথা বলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হতশ্রীভাবে হেরেছে আইপিএলের অন্যতম সফল দল। সানরাইজার্স হায়দরাবাদের মারমুখী ব্যাটসম্যানদের বিরুদ্ধে কার্যত কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্স। উইকেট ব্যাটিং সহায়ক ছিল এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।

   

কিন্তু ব্যাটাসম্যানদের বাধা দেওয়ার মতো কোনও পরিকল্পনাও হার্দিক পান্ডিয়ার কাছ থেকে দেখা যায়নি। ম্যাচের মাঝে দেখা গিয়েছিল, রোহিত শর্মা অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দেখিয়ে দিচ্ছেন কোথায় ফিল্ডিং করতে হবে। রোহিতের অঙ্গুলি নির্দেশ মতো বাউন্ডারি লাইনের একেবারে ধারে চলে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এরপর ম্যাচ শেষের একটি মুহুর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে ঝড়ের বেগে।

এবারের আইপিএলের প্রথম ম্যাচ থেকে হার্দিক পান্ডিয়া অধিনায়কত্ব সমালোচনার মুখে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় হার্দিকের উদ্দেশ্যে ক্রিকেট প্রেমীদের একাংশ প্রশ্ন তুলেছেন, নতুন বলে হার্দিক সবার আগে কেন বল করতে আসছেন? আসলে নতুন বলে পান্ডিয়া এখন ইনিংসের শুরুতে বল করতে আসছেন। বুমরাহর মতো ধুরন্ধর বোলাররা পিছনে ঠেলে পান্ডিয়ার আগেভাগে বোলিং আদৌ কার্যকর কি না সেটা প্রশ্নের কারণ।

তাছাড়া কোন সময় কোন বোলারকে কাজে লাগাতে হয় সে ব্যাপারেও পান্ডিয়া অধিনায়ক হিসেবে বুদ্ধিমত্তার পরিচয় এখন দিতে পারেননি বলে অনেকে মনে করছেন। যার অন্যতম উদাহরণ হয়ে থাকবে বুধবারের সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের হাই স্কোরিং ম্যাচ।

খেলার শেষে হার্দিকের সঙ্গে আলাদা ভাবে কথা বলতে দেখা গিয়েছে রোহিতকে। আবার রোহিতের সঙ্গে আকাশ আম্বানীকেও কথা বলতে দেখা গিয়েছে সাইড লাইনের ধারে। যার পর অনেকে বলছেন, হার্দিকের থেকে আবার হয়তো রোহিতের কাছে ফিরিয়ে দেওয়া হবে ক্যাপ্তেন্সি। কেউ বলছেন, হার্দিকের ক্লাস নিচ্ছিলেন রোহিত।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর