খেলা শুরুর আগেই শেষ! IPL থেকে নাম তুলে নিলেন বিধ্বংসী অস্ট্রেলিয়ান বোলার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার ঠিক আগে আরও একটা খারাপ খবর। আচমকা টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন এক তারকা ক্রিকেটার। আজ থেকে IPL শুরু হচ্ছে। ঠিক তার আগের দিন পাওয়া গিয়েছিল এই খবর। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন এক অস্ট্রেলিয়ার তারকা বোলার।

ভারতের মাটিতে সব বিদেশি স্পিনার সফল হতে পারেন না। কিন্তু অস্ট্রেলিয়ার এই স্পিনার নিজের প্রতিভা চিনিয়েছিলেন আগে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন ধারাবাহিকভাবে, সীমিত ওভারে ক্রিকেটে হয়ে উঠেছেন অপরিহার্য এক স্পিনার। এবারে রাজস্থান রয়্যালস দলের অংশ ছিলেন তিনি। গোলাপি শহরের দলের হয়ে তাঁর খেলার কথা ছিল। এই দলের স্পিন বিভাগ বেশ মজবুত। এবারের আইপিএলের অন্যতম সেরা স্পিনাররা রয়েছেন রাজস্থানের দলে। রবিচন্দ্রন অশ্বিন, যজুবেন্দ্র চাহাল এবং অ্যাডাম জাম্পা। এই অ্যাডাম জাম্পা জানিয়েছেন এবার তিনি আইপিএল খেলবেন না। আর এই খবরটা প্রকাশ্যে এসেছিল আইপিএল শুরু হওয়ার ঠিক আগে। যার ফলে সমস্যায় পড়েছে রাজস্থান রয়্যালস দল।

IPL-এ খেলবেন না অ্যাডাম জাম্পা

   

রাজস্থান রয়্যালসের কাছে এখন দুই তারকা স্পিনার রয়েছেন- অশ্বিন, চাহাল। তবে জাম্পার বল করার স্টাইল আলাদা। অশ্বিন খেলার মধ্যে থাকলেও চাহাল কিন্তু দির্ঘ দিন বড় কোনও ম্যাচে নাম লেখাননি। গত মরসুমে ৬ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছিলেন অ্যাডাম জাম্পা। এর আগে তিনি আরসিবি এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলেছিলেন। রাজস্থান রয়্যালস এবার এর আগেও সমস্যায় পড়েছিল। অ্যাডাম জাম্পার আগে চোটের কারণে পুরো মরসুম থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যলসের প্রথম ম্যাচ আগামী ২৪ মার্চ, লখনউ সুপার জায়ান্টসের হয়ে।

রাজস্থান রয়্যালসের স্কোয়াডঃ

সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, যশস্বী জয়সওয়াল, কুলদীপ সেন, সন্দীপ শর্মা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল, শুভমান দুবে, নন্দরে বার্জার, টম কোলহার ক্যাডমোর, আবিদ মুস্তাক, কুনাল সিং রাঠোর, জস বাটলার, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেইরা।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর