রাজনীতিতে নামাই হল কাল! TRP তলানিতে দিদি নাম্বার ওয়ানের, মাথায় হাত রচনার

রচনা বন্দ্যোপাধ্যায়…বাংলা সিনেমা থেকে শুরু করে টেলিভিশন দুনিয়ার এক জনপ্রিয় নাম। তাঁকে চেনেন না এমন কোনও মানুষ নেই। তিনি নিজের অভিনয় দিয়ে যত না মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিলেন তার থেকেও বেশি বছরের পর বছর ধরে Zee Bangla-য় চলে আসা ‘Didi No. 1’-এর মাধ্যমে রচনা বাংলার মানুষের ঘরে ঘরে পরিচিতি লাভ করেছেন। কিন্তু এবার এই দিদি নং ১-এর কপালে শিরে সংক্রান্তি!

এখন রচনা শুধুমাত্র অভিনেত্রী বা সঞ্চালিকা নন, এখন তিনি রাজনৈতিক নেত্রী। ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে হুগলীর মতো হটস্পট থেকে ভোটে প্রার্থী করেছেন। এদিকে এই কেন্দ্রেই রয়েছেন বিজেপির এক তারকা প্রার্থী। আর তিনি হলেন লকেট চট্টোপাধ্যায়। তিনিও একদা অভিনেত্রী। ফলে চলতি বছরের লোকসভায় দুই তারকা প্রার্থীর লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। কিন্তু এই রাজনৈতিক ময়দানে নামতেই TRP-তে এক কথায় জোরদার ধাক্কা খেল জি বাংলার জনপ্রিয় নন ফিকশন শো ‘দিদি নং ১’।

TRP তলানিতে Didi No. 1-র

   

বিগত বছরের পর বছর ধরে নন ফিকশনের তালিকায় সবার প্রথমে এতদিন নাম ছিল দিদি নং ১-এর। এমনকি এই শো জি বাংলার আরও এক জনপ্রিয় নন ফিকশন দাদাগিরি আনলিমিটেডকেও পেছনে ফেলে বারবার টিআরপি শীর্ষে বিরাজ করেছে। কিন্তু এবার আচমকাই হয়ে গেল ছন্দপতন। আপনি জানলে অবাক হবেন, নন ফিকশন টিআরপির তালিকায় এই সপ্তাহে জি বাংলার ‘দিদি নম্বর ১’কে টেক্কা দিয়েছে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’। সেখানে ‘দিদি নম্বর ওয়ান সিজন ৯’-এর টিআরপি ২.৭। অন্যদিকে এই শোয়ের সানডে স্পেশ্যাল পর্বের রেটিং ৫.২। অন্যদিকে দাদাগিরি এবার অনেকের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। সৌরভের ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ১০’-এর টিআরপি ৫.৩।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর