লাইন দিয়ে দাঁড়িয়ে একের পর এক ট্রেন, বাতিল বহু লোকাল! হঠাৎ কী হল হাওড়ায়

রেল যাত্রীদের ভোগান্তি যেন থামারই নাম নিচ্ছে না। বুধবার সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরতে গিয়ে নতুন করে হয়রানির শিকার হতে হল শয়ে শয়ে রেল যাত্রীকে। কারণ ফের একবার বাতিল করে দেওয়া হল বহু ট্রেন। দেরিতে চলছে বেশ কিছু ট্রেন। আবার সারি সারিভাবে রেললাইনে দাঁড়িয়ে রয়েছে বহু ট্রেন। সব মিলিয়ে সাধারণ মানুষ চরম বিপাকে।

জানা গিয়েছে, আজ হাওড়া পূর্ব শাখায় একাধিক ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল। স্বাভাবিকভাবেই বিপাকে পরেছেন যাত্রীরা। এদিন সকাল থেকেই বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। মূলত কারসেডে ট্রেন ঢোকার মুখে পয়েন্ট বিচ্যুতি হওয়ার জেরে অঘটন ঘটে। যে কারণে এদিন হাওড়া পূর্ব শাখায় একাধিক ট্রেনকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

   

আজ বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগনাল পয়েন্ট ফেটে যায়। এর ফলে হাওড়া স্টেশনের এক থেকে ছয় নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। কাজ শুরু হয় দ্রুত। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত বন্ধ রয়েছে ২২টি লোকাল ট্রেন চলাচল।

আরও জানা যাচ্ছে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল সকাল থেকে বন্ধ রয়েছে। আপেও বন্ধ রয়েছে ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস প্রায় পঞ্চাশ মিনিট দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে ঢুকেছে। এরই সঙ্গে বহু ট্রেন দেরিতে ঢুকেছে। কতক্ষণের মধ্যে পুরো পরিষেবা ঠিকঠাক হবে তা নিয়ে কিছু জানা সম্ভব হয়নি।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর