ক্রিকেট বা রাজনীতি নয়, এই কাজে মজলেন শামি! ছবি ভাইরাল হতেই তুঙ্গে চর্চা

যেন কোনো হ্যালির ধূমকেতু। আচমকা উত্থান, আকাশে খানিক আলো ছড়ানোর পর আবার প্রস্থান। মহম্মদ শামির কেরিয়ারের ক্ষেত্রেও যেন ঘটল এমনটা। অভিজ্ঞ ক্রিকেটার। প্রতিভার আসল পরিচয় পাওয়া গিয়েছিল ২০২৩ ওডিআই বিশ্বকাপের সময়। বিশ্বকাপে নিলেন প্রচুর উইকেট। তারপর আর মাঠে তাঁর দেখা নেই। কবে দেখা মিলবে সেটাও অজানা। আপাতত মাঠের বাইরে মহম্মদ শামি। ক্রিকেট থেকে দূরে এখন করছেন এই কাজ।

তাঁর চোট ঠিক কতটা গুরুতর সেটা বাইরে থেকে বোঝার উপায় ছিল না। ফলত শামিকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তিনি নিজেই জল্পনার অবসান ঘটিয়েছেন কিছু দিন আগে। করা হয়েছে অপারেশন। অস্ত্রোপচার সফল হয়েছে। তবে এখনই মাঠে নামতে নামতে পারবেন না। বয়সটাও এখন ফ্যাক্টর হয়ে উঠেছে। কবে নামবেন? জানা নেই? তাহলে এখন করছেনটা কী? সে ব্যাপারেও আভাস দিয়েছেন মহম্মদ শামি নিজেই। ক্রিকেট থেকে দূরে শামি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রয়েছেন।

   

ওডিআই বিশ্বকাপে পরপর ম্যাচে লাগাতার উইকেট তুলে নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন মহম্মদ শামি। ব্যক্তিগত কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন তিনি। মাঠের পারফরম্যান্সের আড়ালে লুকিয়ে ছিল বেদনার গল্প। ক্রমে সে সব এসেছে প্রকাশ্যে। পরে জানা গেছে বিশ্বকাপের সময় থেকে যন্ত্রণায় ভুগছিলেন শামি। ওষুধের মাধ্যমে নিজেকে খেলার উপযোগী করে তুলতেন। কিন্তু এভাবে তো আর বেশি দিন চলা যায় না। অপারেশন করানো ছাড়া আর রাস্তা ছিল না।

জল্পনা রয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে দেখা যেতে পারে বাংলার হয়ে খেলা এই পেসারকে। কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো বলেও অনেকে দাবি করেছেন। এরই মধ্যে ইউসুফ পাঠান মুর্শিদাবাদের বহরমপুর আসন থেকে প্রার্থী হয়েছেন। এরফলে শামি ও রাজনীতি প্রসঙ্গে বেড়েছে জল্পনা। কিন্তু শামির করার পোস্ট বলছে অন্য কথা।

ফাস্ট বোলার মহম্মদ শামি ইনস্টাগ্রামে এখন বেশ সক্রিয় থাকেন। শামি তাঁর কিছু ছবি ইনস্টায় ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই নতুন ছবিগুলিতে স্যুট-বুটে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার এই ক্রিকেটারকে। এখন ফাঁকা সময়। আপাতত অবসর যাপন করতেই পছন্দ করেছেন মহম্মদ শামি।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর