IPL-এ এমন করা প্রথম প্লেয়ার! ২১ বছর বয়সেই ইতিহাস সৃষ্টি করলেন ময়ঙ্ক

ইন্ডিয়ান সুপার লিগে এবার চমক দিচ্ছে লখনউ সুপার জায়ান্ট। খাতায় কলমে লোকেশ রাহুলের দলের থেকে অনেক ভারী দল রয়েছে। কিন্তু লখনউ সুপার জায়ান্ট এমন একজন ক্রিকেটারকে তাদের দলে নিয়েছে যিনি একাই মাতিয় রেখেছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তিনি আর কেউ নন তরুণ ভারতীয় পেস বোলার মায়াঙ্ক যাদব।

অভিষেক হওয়ার পর এবারের আইপিএলে পর পর দুই ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। দুই ম্যাচে নিয়েছেন তিনটি করে উইকেট। বছর খানের আগে উমরান মালিক তাঁর বলের গতি দিয়ে সবার চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন। উমরান এখন আলোচনার বাইরে। ভারতীয় ক্রিকেটে এখন নতুন স্পিড মার্চেন্ট মায়াঙ্ক যাদব। ধারাবাহিকভাবে ১৫০+ কিমি প্রতি ঘণ্টা বেগে বল করছেন। লাইন লেন্থ, বলের ওপর নিয়ন্ত্রণ ভালো।

   

গতকালের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২৮ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। আরসিবিকে ১৮২ রানের টার্গেট দিয়েছিল এলএসজি। জবাবে আরসিবির মাত্র ১৫৩ রান করতে পেরেছে। এই ম্যাচেও মায়াঙ্ক যাদব লখনউ সুপার জায়ান্টসের হয়ে নজরকাড়া বোলিং করেছিলেন। এদিনও তিনি দলের জন্য পিছনে থাকা অন্যতম নায়ক। চার ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি।

আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম দুই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন মায়াঙ্ক যাদব। তাঁর আগে আর কেউ এই নজির গড়তে পারেননি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল অভিষেক হয়েছিল যাদবের। সেই ম্যাচেও জিতেছিলেন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরষ্কার। এরপর আরসিবি ম্যাচেও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মায়াঙ্ক।

ম্যাচ শেষে মায়াঙ্ক যাদব বলেছেন, ‘সত্যিই ভালো লাগছে। দুই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ সম্মান। দুটি ম্যাচ আমরা জিতেছি। আমার লক্ষ্য দেশের হয়ে খেলা। এই সবে শুরু। ক্যামেরন গ্রিনের উইকেট নিতে পেরে খুব ভালো লাগছিল।’

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর