আর রইল না চিন্তা, টোল ট্যাক্স নিয়ে বড় নির্দেশ NHAI-কে! খুশি গাড়ির মালিকরা

নতুন মাস অর্থাৎ এপ্রিল মাস পড়ে গিয়েছে। আর নতুন মাস আসা মানেই হলো বেশ কিছু নিয়মে পরিবর্তন। নতুন মাসে এমন অনেক কিছু নিয়মে পরিবর্তন আসে যার সরাসরি প্রভাব সাধারণ মানুষের পকেটের ওপর পড়ে। এদিকে নির্বাচনের মাসও পরে গিয়েছে তা বলাই বাহুল্য। এহেন অবস্থায় টোল ট্যাক্স নিয়ে বড় খবর প্রকাশ্যে এল।

আসলে ১ এপ্রিল থেকে টোল ট্যাক্স বাড়ার কথা ছিল। NHAI গত ৩১ শে মার্চ মধ্যরাত থেকে টোল ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল, তবে সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। এরপর এনএইচএআই ১ এপ্রিল থেকে টোল ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টোল ট্যাক্স বাড়বে না। আর এটা সাধারণ মানুষের জন্য, বিশেষ করে যারা গাড়ি চালান তাঁদের জন্য এটা যে অত্যন্ত স্বস্তির খবর তা বলাই বাহুল্য।

   

এনএইচএআই ১ এপ্রিল থেকে টোল ট্যাক্স ৫ শতাংশ বাড়ানোর কথা ছিল। শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে সিদ্ধান্ত প্রত্যাহারের পর আগে যে টোল ট্যাক্স ছিল, তা বহাল থাকবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গাড়ি, হালকা যানবাহন, বাণিজ্যিক যানবাহন সহ সমস্ত বিভাগে টোল ট্যাক্স বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। টোলের পাশাপাশি মাসিক পাসও বাড়ানোর কথা ছিল।

আগামী দু’মাস লোকসভা নির্বাচন না হওয়া পর্যন্ত টোল ট্যাক্স বাড়ানো হবে না। আসলে জাতীয় নির্বাচন কমিশনের তরফে NHAI-কে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যারপর এখনই টোল ট্যাক্স বাড়াচ্ছে না NHAI বলে খবর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর