টিম ইন্ডিয়া ও IPL-র এই দলের জন্য চরম সুখবর! চোট কাটিয়ে মাঠে ফিরলেন তারকা প্লেয়ার

IPL শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। চোট কাটিয়ে ফিরে এলেন দলের তারকা ক্রিকেটার। আইপিএল ২০২৪ শুরু হওয়ার ঠিক আগে ফিট হয়ে উঠেছেন ভারতের এই ক্রিকেটার। যার ফলে খুশি তাঁর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দল। আইপিএলের আগে ফ্রাঞ্চাইজি দল রাজকীয় সম্বর্ধনা জানিয়েছেন এই ক্রিকেটারকে।

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার আগেই ফিরে এসেছেন দলের তারকা ব্যাটার লোকেশ রাহুল। লোকেশ রাহুলকে নিয়ে জল্পনা চলেছে বিস্তর। চোটের কারণে মাঝ মধ্যে সমস্যায় পড়েছেন তিনি। ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে। তবে চোট পেয়ে মাঠের বাইরে যাওয়ার আগে ফর্মে ছিলেন রাহুল। টিম ইন্ডিয়ার হয়ে সীমিত ওভারের ক্রিকেটে সম্প্রতি ধারাবাহিকভাবে রান পেয়েছেন।

   

আশঙ্কা করা হচ্ছিল আসন্ন আইপিএলের প্রথম দিকে কিছু ম্যাচে লোকেশ রাহুলকে হয়তো পাওয়া যাবে না। কিন্তু তেমনটা বোধহয় হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী লখনউ সুপার জায়ান্টের হয়ে মাঠে নামতে পারবেন কেএল রাহুল। অন্তত সম্প্রতি ক্রিকেট প্রেমীদের আশা তেমনটাই। রাহুলকে মাঠে নেমে খেলার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এনসিএ।

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪। রাত পোহালেই আইপিএল শুরুর দিন। এবারের প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে। লখনউ সুপার জায়ান্ট তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৪ মার্চ, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

kl rahul test

লখনউ সুপার জায়ান্টসের পূর্ণাঙ্গ স্কোয়াডঃ

কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুনাল পান্ডিয়া, কাইল মায়ার্স, মার্কাস স্টোইনিস, প্রেরাক মানকড়, যুধবীর সিং, শামার জোসেফ, মায়াঙ্ক যাদব, মহসিন খান, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, অমিত মিশ্র, নবীন-উল-হক, দেবদত্ত পাড়িক্কল, আরশাদ খান, ডেভিড উইলি, অ্যাশটন টার্নার, মণিমরণ সিদ্ধার্থ, আর্শিন কুলকার্নি। শিবম মাভি।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর