অর্ধেকের বেশি কমল ভাড়া! সুখবর শোনাল ভারতীয় রেল, ভোটের আবহেই বড় ঘোষণা

রেলযাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। হোলির আগে ঝপ করে ট্রেনের ভাড়া কমিয়ে দিল রেল। হ্যাঁ ঠিকই শুনছেন। হোলি আসছে। আর এই হোলির উৎসবকে কেন্দ্র করে অনেকের অনেক প্ল্যান আছে নিশ্চয়ই। হোলি আসা মানেই হল ছুটি। আর ছুটিটার সদ্ব্যবহার করতে চাইবেন নিশ্চয়ই অনেকে।

আপনিও কি বিশেষ করে ট্রেনে করে এই সময়ে কোথাও ঘুরতে যেতে চাইছেন? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর যা শুনলে আপনিও খুশিতে লাফিয়ে উঠবেন। একটি বিশেষ রুটে এই ট্রেনের ভাড়া কমিয়েছে রেল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, যাত্রীদের স্বস্তি দিতে বুধবার কাশ্মীর উপত্যকায় ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর রেলওয়ে। উপত্যকায় যাত্রীবাহী ট্রেনে দ্বিতীয় শ্রেণির ভাড়া অনেকটাই কমিয়ে দিয়েছে রেল বলে খবর।

৫০ শতাংশ কমল রেলের ভাড়া

   

রেল আধিকারিকরা জানিয়েছেন, চার্জ ৪০ থেকে ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। আগে অনন্তনাগ জেলার সদুরা স্টেশন থেকে শ্রীনগর পর্যন্ত ভাড়া ছিল ৩৫ টাকা। তবে এখন তা কমিয়ে ১৫ টাকায় নামানো হয়েছে। এদিকে এই দাম কমানোর ফলে খুশির হাওয়া বইছে উপত্যকাবাসীদের মধ্যে। রেলের এহেন পদক্ষেপের কারণে এখন ট্রেনে ভ্রমণ খুব লাভজনক এবং সস্তা হয়ে উঠেছে সকলের কাছে।

এদিকে কাশ্মীর উপত্যকার উত্তরে বারামুল্লা শহর থেকে জম্মু বিভাগের রামবান জেলার সাঙ্গালদান পর্যন্ত ট্রেন পরিষেবা পুনরুদ্ধার করা হয়েছে। এপ্রিলের শেষের দিকে, উধমপুর থেকে বারামুল্লা পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হবে, যা রেল পরিষেবার মাধ্যমে উপত্যকাকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করবে বলে মনে হচ্ছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর