ইডেনে হবে না কলকাতা বনাম রাজস্থান ম্যাচ? চলে এল বড় আপডেট

কলকাতা নাইট রাইডার্সের ম্যাচকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আসন্ন ম্যাচকে কেন্দ্র করে অনিশ্চয়তা রয়েছে। আগামী ১৭ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ হওয়ার কথা রয়েছে। এই ম্যাচটা সূচি মেনে করা সম্ভব হবে কি না সেটা আপাতত নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। ১৭ এপ্রিলের বদলে অন্য কোনও তারিখে ম্যাচ করানোর সম্ভাবনা রয়েছে। অন্য কোন দিকে KKR বনাম RR ম্যাচ হতে পারে সে ব্যাপারে পাওয়া গিয়েছে আপডেট।

আগামী ১৭ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ রয়েছে। ইডেন গার্ডেন্সে বল গড়ানোর কথা। ওই দিন ভারতে ক্রিকেট উৎসবের থেকেও বড় উৎসব রয়েছে। আগামী ১৭ এপ্রিল রয়েছে রামনবমী। বিশেষ এই দিনে উৎসবে গা ভাসাবে গোটা দেশ। এই পরিস্থিতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা কতটা সম্ভব হবে কিংবা বিষয়টা কতটা যুক্তিযুক্ত সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।

   

ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে একাধিক বিষয় আয়োজকদের মাথায় রাখতে হয়। প্রথম, নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা নয়। ক্রিকেটার এবং ওই ম্যাচের সঙ্গে যুক্ত ব্যক্তি, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের কর্তব্যের মধ্যে পড়ে। কোনও কারণে নিরাপত্তায় ফাঁক থাকলে ম্যাচ বাতিল কিংবা পিছিয়ে দেওয়ার মতো ঘটনার উদাহরণ রয়েছে প্রচুর। আরও একটি বিষয় ভাবনার মধ্যে থাকে, সেটা হল দর্শক সমাগম। ম্যাচে যদি দর্শকই না হল, টিকিটই তেমন বিক্রি না হল তাহলে আর ম্যাচ আয়োজনের অর্থ কী?

রামনবমীর দিন দুটো বিষয়ই আয়োজকদের চিন্তার কারণ হয়ে উঠতে পারে। রামনবনীর সঙ্গে রাজ্যে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। ফলত ইডেন গার্ডেন্সে নিরাপত্তার বেষ্টনী কতটা মজবুত হবে সেটা একটা প্রশ্ন। একই সঙ্গে, রামনবমী ছেড়ে ক’জন কেকেআর বনাম রাজস্থানের ম্যাচ দেখার জন্য মাঠে আসবেন সেটাও ভাবনার বিষয়।

শোনা যাচ্ছে, ১৭ এপ্রিল বাতিল করে দেওয়া হতে পারে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের মধ্যেকার ম্যাচ। তার বদলে ম্যাচটি একদিন এগিয়ে কিংবা এক দিন পিছিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও আয়োজকদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর