আইয়ারকে নিয়ে ফের জল্পনা, ধাক্কা খেতে পারে কলকাতা নাইট রাইডার্স

ফের চাপে পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স। আরও একবার চোট আশঙ্কায় ভুগতে শুরু করেছে নাইট শিবির। গত মরসুমের মতো এবারেও কলকাতা নাইট রাইডার্সের চিন্তা বাড়াচ্ছেন শ্রেয়স আইয়ার।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী শ্রেয়স আইয়ার নতুন করে চোটের সঙ্গে লড়াই করছেন। চলতি রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন শ্রেয়স আইয়ার। ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে বড় রান করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে রানে ফিরেছিলেন আইয়ার। পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরি করার খুব কাছে। এরপরেই শুরু হয় সমস্যা। ব্যাট করার পর ফিল্ডিং করতে নামার ক্ষেত্রে সমস্যা অনুভব করতে শুরু করেন। ফাইনাল ম্যাচের চতুর্থ দিনের পর পঞ্চম দিনেও ফিল্ডিং করার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন আইয়ার। আজকে সকালে মাঠেই নামতে পারেননি তিনি।

   

এরপরেই তাঁকে নিয়ে শুরু হয় জল্পনা। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পিঠের পুরনো চোটের কারণে ফের কাবু হয়ে পড়েছেন শ্রেয়স আইয়ার। এই চোটের কারণেই অতীতে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। চোটের জন্য গতবারের আইপিএল খেলতে পারেননি আইয়ার। আইয়ারের জায়গায় কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। রানার নেতৃত্বে গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইউডার্সের পারফরম্যান্স ছিল হতাশজনক। এবার আইয়ারকে সামনে রেখেই নতুন করে দল সাজিয়েছে কেকেআর।

কিন্তু আইয়ার যদি ফের চোটের কারণে খেলতে না পারেন তাহলে নাইটদের পরিকল্পনা ধাক্কা খেতে পারে। এর আগে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। তখন দলের অধিনায়কের পাশে দাঁড়িয়েছিল নাইট ম্যানেজমেন্ট। এখন দেখা যাক আইয়ারের চোট সংক্রান্ত জল্পনা কতটা গুরুতর।

শ্রেয়স আইয়ারের সম্প্রতি সময়ের পারফরম্যান্স গিয়েছে ওঠা পড়ার মধ্যে দিয়ে।  রঞ্জি ট্রফির ফাইনালে বড় রান করতে পারলেও তার আগে ধারাবাহিকভাবে রান পেতে সমস্যায় পড়েছিলেন তিনি। চোট সারিয়ে মাঠে ফেরার পর তাঁর ফর্ম কেমন থাকে সেটাও হবে দেখার বিষয়।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর