পান্ডিয়ার কারণেই হার মুম্বইয়ের? ইরফান পাঠান বললেন ‘যখন বিপক্ষ দল …’

প্রবল সমালোচনার মুখে পড়েছেন হার্দিক পান্ডিয়া। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক ক্যাপ্টেন হয়ে আসার পর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের পরিচিত ফর্ম কার্যত উধাও হয়ে গিয়েছে। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হতশ্রীভাবে হেরেছে আইপিএলের অন্যতম সফল দল।

সানরাইজার্স হায়দরাবাদের মারমুখী ব্যাটসম্যানদের বিরুদ্ধে কার্যত কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্স। উইকেট ব্যাটিং সহায়ক ছিল এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু পরিকল্পনা করে প্রতিপক্ষ ব্যাটারদের রানের গতি একটু হলেও কি রোধ করা যেত না? ক্রিকেট প্রেমী থেকে অভিজ্ঞদের একাংশের মতে, দলের এই ব্যর্থতার দায় অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিতেই হবে।

   

হার্দিককে সরাসরি সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে হার্দিকের বিরুদ্ধে মন্তব্য পেশ করেছেন ইরফান পাঠান। পাঠানের বক্তব্য, ‘হার্দিক পান্ডিয়ার এই অধিনায়কত্ব সাধারণের থেকেও নিম্ন মানের ছিল সেটা বলাই যায়। জসপ্রীত বুমরাহকে এতো দির্ঘ সময়ের জন্য বল করানোর থেকে কেন দূরে রাখা হল সেটা বোঝার বাইরের বিষয়। প্রতিপক্ষের ব্যাটাররা যখন ধ্বংসলীলা চালাচ্ছিল তখন দূরে রাখা হয়েছিল বুমরাহকে।’

এবারের আইপিএলের প্রথম ম্যাচ থেকে হার্দিক পান্ডিয়া অধিনায়কত্ব সমালোচনার মুখে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় হার্দিকের উদ্দেশ্যে ক্রিকেট প্রেমীদের একাংশ প্রশ্ন তুলেছেন, নতুন বলে হার্দিক সবার আগে কেন বল করতে আসছেন? আসলে নতুন বলে পান্ডিয়া এখন ইনিংসের শুরুতে বল করতে আসছেন। বুমরাহর মতো ধুরন্ধর বোলাররা পিছনে ঠেলে পান্ডিয়ার আগেভাগে বোলিং আদৌ কার্যকর কি না সেটা প্রশ্নের কারণ।

তাছাড়া কোন সময় কোন বোলারকে কাজে লাগাতে হয় সে ব্যাপারেও পান্ডিয়া অধিনায়ক হিসেবে বুদ্ধিমত্তার পরিচয় এখন দিতে পারেননি বলে অনেকে মনে করছেন। যার অন্যতম উদাহরণ হয়ে থাকবে বুধবারের সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের হাই স্কোরিং ম্যাচ।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর