শিয়ালদা ডিভিশনে নয়া লাইন, হয়ে গেল ট্রায়ালও! নিত্যযাত্রীদের সুখবর শোনাল রেল

নিত্য রেলযাত্রীদের জন্য রইল দুর্দান্ত সুখবর। আপনিও কি ট্রেনে যাতায়াত করেন রোজ? তাহলে আপনার জন্যেও রইল এক দারুণ সুখবর, যা শুনলে আপনিও খুশিতে লাফিয়ে উঠবেন। এমনিতে বিগত কয়েকদিন ধরে শিয়ালদহ ডিভিশন থেকে শুরু করে হাওড়া ডিভিশনের নিত্য যাত্রীদের চরম হয়রানির শিকার হতে হচ্ছিল। কখনও ইন্টারলকিং-এর কাজ চলছে তো কখনও আবার একের পর এক ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা হয়ে গেছিল সকলের।

তবে এবার এখন এই নাজেহাল অবস্থার সম্মুখীন হওয়ার দিন শেষ। কারণ আবারও একবার বাংলা পেল এক নয়া রেলরুট। এখন নিশ্চয়ই ভাবছেন কোন রেল রুট? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। আসলে রেল যাত্রীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে হামেশাই কিছু না কিছু পদক্ষেপ নিয়েই চলেছে রেল। সাধেই কিন্তু ভারতীয় রেলকে দেশের মেরুদণ্ড বলা হয় না। অনেক কারণ আছে বলেই বলা হয়। প্রত্যেকদিন কয়েক লক্ষ মানুষকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার কাজ করে চলেছে এই রেল।

   

নতুন নতুন ট্রেন থেকে শুরু করে একের পর এক রেল রুট চালু করে সাধারণ মানুষের যাত্রাপথকে আরও ভালো করার কাজ করে চলেছে ভারতীয় রেল। যাইহোক, এবার বাংলার নিত্য রেল যাত্রীদের কথা ভাবনাচিন্তা করে নতুন রেল রুট দেওয়া হল। জানা যাচ্ছে, শিয়ালদহ ডিভিশন এ চালু হচ্ছে আরো একটি নতুন লাইন। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কী লাইন?

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ রানাঘাট কৃষ্ণনগর ভায়া শান্তিপুর হয়ে আমাঘাটা অবধি পর পর এক মাসের মধ্যে দুটো লাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। এদিকে এই দুটো লাইন শুরু হওয়ায় যে নিত্য যাত্রীদের আরও সুবিধা হবে তা বলাই বাহুল্য।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর