টুপি নিয়ে টানাটানি, অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিল কোহলি! পার্পেল কার মাথায়?

কোটিপতি লিগ IPL-এ টুপি নিয়ে কাড়াকাড়ি। শুনতে অবাক লাগলেও ব্যাপারটা তাই। সঞ্জু স্যামসনের থেকে প্রথমে টুপি নিলেন স্যাম কারান, স্যামের থেকে টুপি নিয়ে নিলেন বিরাট কোহলি। বিরাটের কাছেই এখন টুপিটা রয়েছে। কি এই টুপি, কেন এতো হৈহৈ চলুন জেনে নিই।

রবিবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সহজে জয় লাভ করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট নিজে এই ম্যাচের অন্যতম নায়ক। এই ম্যাচে আরসিবির হয়ে সবচেয়ে বেশি রান করে আলোচনায় উঠে এসেছেন বিরাট কোহলি। ৭৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের দিকে পৌঁছে দিয়েছিলেন তিনি। ৭৭ রানের এই ইনিংসে সুবাদে বিরাট কোহলি এখন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবথেকে বেশি রান করা ব্যাটসম্যান। ফলে অরেঞ্জ ক্যাপ এখন রয়েছে তাঁর কাছেই।

   

আইপিএলে যে বেশি রান করেন তাঁর কাছে থাকে কমলা টুপি। এখন যেমন বিরাটের কাছে রয়েছে। এবার অরেঞ্জ ক্যাপ সবার আগে ছিল রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসনের কাছে। সঞ্জুর পর অরেঞ্জ ক্যাপ পেলেন পাঞ্জাব স্যাম কারান। গতকালের ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ভালো ব্যাট করেছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। তবে তাঁর থেকে ভালো ব্যাট করে এখন কমলা টুপির মালিক বিরাট।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবথেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকা:

বিরাট কোহলি – ৯৮ রান
স্যাম কারান- ৮৬ রান
সঞ্জু স্যামসন – ৮২ রান
শিখর ধাওয়ান – ৬৭ রান
দীনেশ কার্তিক – ৬৬ রান

এখানে উল্লেখযোগ্য ব্যাপার হল পাঞ্জাব কিংসের দুজন ব্যাটসম্যান সবথেকে বেশি রান করা ব্যাটসম্যান রয়েছে। সঞ্জু স্যামসন একটি ম্যাচ খেলে ৮২ রান করেছেন। বিরাটের ৯৮ রান এসেছে দুটো ম্যাচ থেকে।

পার্পল ক্যাপ নিয়ে উত্তাপ বরং কিছুটা কম। এক ম্যাচে চার উইকেট নিয়ে এখন সবথেকে বেশি উইকেট রয়েছে মুস্তাফিজুর রহমানের কাছে। জসপ্রীত বুমরাহ, হরপ্রীত ব্রোর, কাগিসো রাবাদা, টি নটরাজন নিয়েছেন তিনটি করে উইকেট।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর