১ এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেন না মহিলারা! কবে মিলবে? বড় আপডেট নবান্নর

আপনিও কি মহিলা? আপনিও কি লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পাচ্ছিলেন দীর্ঘদিন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফে সাধারণ মানুষের সুবিধার্থে একের পর এক প্রকল্প পরিচালিত করা হয়। যার মধ্যে অন্যতম মহিলাদের জন্য বড় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের প্রতি মাসে টাকা পাঠায় সরকার। এপ্রিল মাসেও সেই টাকা পাঠানোর কথা ছিল সরকারের। কিন্তু অনেকের অভিযোগ, ১ এপ্রিল টাকা ঢোকেনি। প্রশ্ন উঠছে, তাহলে কি ভোটের মুখে বন্ধ হয়ে গেল প্রকল্প?

এমনিতেই দেশজুড়ে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে দেশে। এদিকে লোকসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। বাজেটে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করেছে রাজ্য। লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছে। ৫০০ টাকার বদলে সাধারণ মহিলারা পাবেন ১০০০ টাকা এবং তফসিলি দেশের মহিলারা পাবেন ১০০০ টাকার বদলে ১২০০ টাকা।

   

সরকারের মতে, ২ কোটি ১১ লাখ মহিলা এই সুবিধা পাচ্ছেন। এদিকে চলতি বছরের লোকসভা ভোটে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি তৃণমূলের মাটি আরও শক্ত করবে বাংলায়? এই প্রশ্ন সকলের। এদিকে বাড়তি টাকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, বর্ধিত এই টাকা এপ্রিল মাস থেকে পেতে শুরু করবেন প্রকল্পের আওতায় থাকা রাজ্যের মহিলারা। কিন্তু ১ এপ্রিল কোনও মহিলার অ্যাকাউন্টে ১০০০ বা ১২০০ টাকা ঢোকেনি, যা নিয়ে মহাফাঁপড়ে পড়েছেন মহিলারা।

টাকা কি তাহলে আর ঢুকবে না অ্যাকাউন্টে? এই বিষয়ে এবার মুখ খুলল সরকার। ১ এপ্রিল সোমবার রাজ্যের পাশাপাশি দেশের প্রত্যেক ব্যাঙ্ক বন্ধ ছিল। আর্থিক বর্ষের সমাপ্তির পর প্রত্যেক বছরই ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকে। আর সেই কারণেই সোমবার টাকা আসেনি উপভোক্তাদের অ্যাকাউন্টে। তবে চিন্তা নেই, সোমবার টাকা না এলেও মঙ্গলবার থেকে এই টাকা ঢুকতে শুরু করে দেবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর