পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে ভারত? চাপ বাড়াতে পিসিবি-র কৌশল বদল

ক্রিকেট মাঠে অব্যাহত রয়েছে ভারত-পাকিস্তান টানাপোড়েন। ক্রিকেটের একের পরের এক বড় টুর্নামেন্ট হয়ে চলেছে সুষ্ঠুভাবে। কিন্তু ক্রমে যেন থিতিয়ে পড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ কেন্দ্রিক উন্মাদনা। যার অন্যতম কারণ ভারত পাকিস্তান দ্বৈরথ। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই অর্থে চাপে না থাকলেও চাপ বাড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর। কারণ তারাই আসন্ন এই প্রতিযোগিতার আয়োজক। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। ভারত কি যাবে পাকিস্তানে খেলার জন্য? এ ব্যাপারে সম্প্রতি প্রকাশ্যে এসেছে বড় আপডেট।

ভারত বনাম পাকিস্তান জল্পনা যে এতো সহজে থামার নয় সেটা গত বছরেই বোঝা গিয়েছিল। গত বছরের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের ওপর। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI সে দেশে দল পাঠাতে একেবারেই রাজি হয়নি। এরপর ম্যাচের ভ্যেনু বদল করা হয়। ভরা বর্ষায় ম্যাচ সরিয়ে নিয়ে আসা হয় শ্রীলংকায়। টুর্নামেন্টে একাধিকবার ভারত পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা। এরপর আলোচনায় ঢুকে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি।

   

সম্প্রতি আরও একবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবেও তাঁকে কাজ করতে হচ্ছে। বলা বাহুল্য এর ফলে খুব একটা সুবিধা হচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, আগামী সপ্তাহে দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্বাহী বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি মহসিন নকভি আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব শাহের সঙ্গেও কথা বলতে চান। এ ব্যাপারে দ্রুত সমাধান চাইছে পাকিস্তান। কিন্তু সমাধান এতো সহজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না।

ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে কি না সেটা এখনই বলা সম্ভব নয়। এ ব্যাপারে ভারত সরকারের সিদ্ধান্ত কী হয় সে ব্যাপারেও নজর রাখতে হবে ক্রিকেট প্রেমীদের।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর