কাজ হবে পুরনো স্মার্টকার্ডে? হাওড়া থেকে রুবি, দমদম যেতে কত পড়বে ভাড়া? রইল রেট

খুব শীঘ্রই কলকাতা শহরবাসী এবিং হাওড়াবাসীর অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শুক্রবার অর্থাৎ ১৫ মার্চ থেকে যাত্রীরা মাত্র ৫০ টাকায় হাওড়া ময়দানের পশ্চিম প্রান্ত থেকে শহরের পূর্ব প্রান্ত রুবিতে আরামদায়ক যাতায়াত উপভোগ করতে পারবেন। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো লাইনের উদ্বোধন হয়। যদিও কিছু কাজ বাকি থাকার জন্য এখনই সর্বসাধারণের জন্য এই পরিষেবা শুরু করে উঠতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। তবে আর দেরি নয়, আগামী ১৫ মার্চ থেকেই হবে সকলের স্বপ্ন পূরণ। উদ্বোধন হওয়া তিনটি মেট্রো করিডোরের মধ্যে এসপ্ল্যানেড এবং কবি সুভাষের দুটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন রয়েছে যা নীল, সবুজ এবং কমলা লাইনকে সংযুক্ত করা হয়েছে এবং মানুষ এবার অনায়াসেই যাতায়াত করতে পারবেন।

   

মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষিত ভাড়ার চার্ট অনুযায়ী, হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে আসন্ন বাণিজ্যিক পরিষেবা অফিসগামীদের ১০ টাকা খরচ করে এবং অতিরিক্ত ভিড় বাসে চড়ার ঝামেলা বা গরমে জায়গার জন্য হুড়োহুড়ি করার দিন শেষ। এবার বিনা ঝঞ্ঝাটে ডালহৌসি এবং তার আশেপাশের জায়গা যেগুলি অফিস পাড়া হিসেবে খ্যাত সেখানে এবার চোখের নিমেষে পৌঁছাতে সক্ষম হবেন মানুষ।

east west metro

হাওড়া ময়দান থেকে নদীর নিচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত যেতে খরচ পড়বে ১০ টাকা এবং সেন্ট্রাল, চাঁদনি চক বা পার্ক স্ট্রিট যেতে খরচ পড়বে ১৫ টাকা। শুধুমাত্র তাই নয়, ইস্ট-ওয়েস্ট করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের (অরেঞ্জ লাইন) এবং নর্থ-সাউথ মেট্রো করিডরের (ব্লু লাইন) বিভিন্ন স্টেশনে যেতে পারবেন যাত্রীরা। এই বিষয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, একটি টোকেন বা স্মার্টকার্ড পাঞ্চ করেই ইস্ট-ওয়েস্ট করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরে এবং নর্থ-সাউথ মেট্রো করিডরের বিভিন্ন স্টেশনে যেতে পারবেন যাত্রীরা।

দেখুন তালিকা…

১) দক্ষিণেশ্বর বা নোয়াপাড়া পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হাওড়া ময়দান: ৩০ টাকা।

২) দমদম বা শ্যামবাজার পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হাওড়া ময়দান: ২৫ টাকা।

৩) কালীঘাট বা নেতাজি পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হাওড়া ময়দান: ২৫ টাকা।

৪) মাস্টারদা সূর্য সেন বা কবি সুভাষ পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হাওড়া ময়দান: ৩০ টাকা।

৫) সত্যজিৎ রায় থেকে হাওড়া ময়দান: ৩৫ টাকা।

৬) জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত থেকে হাওড়া ময়দান: ৪০ টাকা।

৭) হেমন্ত মুখোপাধ্যায় থেকে হেমন্ত মুখোপাধ্যায়: ৫০ টাকা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর