টেস্ট ক্রিকেটে ভারতের জয়জয়কার, উন্নতি হল অশ্বিন-জয়সওয়ালের

ICC টেস্ট ক্রম তালিকায় ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কার। টেস্ট ক্রম তালিকায় বোলারদের তালিকার পাশাপাশি ব্যাটসম্যানদের তালিকাতেও চমক দিয়েছে ভারত। তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল আইসিসির পক্ষ থেকে আপডেট হওয়া টেস্ট ব্যাটসম্যান লিস্টে উন্নতি করেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। এই সিরিজে যশস্বী জয়সওয়াল প্রাপ্ত সুযোগের সদ্বব্যবহার করেছেন। প্রচুর রান করেছেন ভারত-ইংল্যান্ড সিরিজে। যশস্বী নিজের নামের পাশে যুক্ত করেছেন দুটি ডাবল সেঞ্চুরি করেছেন। ধারাবাহিকভাবে রান করার সুবাদে আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকায় সুবিধা পেয়েছেন ভারতের এই তরুণ ব্যাটার।

   

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি। বোলারদের তালিকায় সবাইকে চমকে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি উঠে এসেছেন টেস্ট বোলার ক্রম তালিকার এক নম্বর পজিশনে। ভারতের অপর বোলার জসপ্রীত বুমরাহকে সরিয়ে এক নম্বর স্থান দখল করেছেন অশ্বিন। যশস্বী জয়সওয়ালের মতো অশ্বিনের জন্যেও এবারের ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ ছিল বিশেষ। নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচে ৫০০ উইকেটের মাইল ফলক অতিক্রম করেন অশ্বিন। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে আরও একবার যুক্ত করেন পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার অনীল কুম্বলের রেকর্ডকেও ভেঙে দিয়েছিলেন অশ্বিন।

ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করার সুবাদে আইসিসি সম্মানিত করেছে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিং আপডেট হওয়ার পর তাঁর নামের পাশে এখন ৮৭০ রেটিং পয়েন্ট। অস্ট্রেলিয়ার পেস বোলার জশ হ্যাজেলউড রয়েছেন ৮৪৭ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। একই সংখ্যক পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের তারকা পেস বোলার জসপ্রীত বুমরাহ। এরপর সপ্তম স্থানে রয়েছেন ভারতের স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ৭৮৮ পয়েন্ট পেয়েছেন তিনি।

আইসিসি টেস্ট তালিকায় উন্নতি হয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মারও। ৭৫১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন তিনি।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর