১ টাকার যোগ্য নন! ১১ কোটি নিয়ে IPL-এ ঘাস কাটছেন এই ভারতীয় প্লেয়ার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাদের দলের নেওয়ার জন্য কয়েক কোটি টাকা খরচ করেছে ফ্রাঞ্চাইজি। আবারও এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাদের দলে নেওয়া হয়েছে অনেক মূল্যে, কিন্তু তারা পারফরম্যান্স করছেন কোটি টাকার। এই প্রতিবেদনে এমন একজন ক্রিকেটারের কথা তুলে ধরা হল যিনি তাঁর দলের কাছ থেকে কয়েক কোটি টাকা নিচ্ছে। কিন্তু মাঠের পারফরম্যান্স বলার মতো নয়।

প্রবল সমালোচনার মুখে পড়েছেন এক ভারতীয় পেস বোলার। যাকে নিয়ে মোটেও খুশি নয় তাঁর দল। গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও যাচ্ছেতাই বল করেছিলেন। শেষ পর্যন্ত নিলামের আগে তাঁকে রিলিজ করে দিয়েছিলনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিলাম থেকে এবার এই ভারতীয় পেস বোলারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। দল বদল হয়েছে, কিন্তু পারফরম্যান্সে কোনও বদল হয়নি। অকাতরে রান বিলিয়ে নিতে পারছেন না কোনও উইকেট।

   

সমালোচিত এই বোলার আর কেউ নন তিনি হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটলকে এক সময় আগামী দিনের সম্ভাব্য তারকা হিসেবে গণ্য করা হতো। যত সময় এগিয়েছে ততই মরচে ধরেছে তাঁর বোলিংয়ে। পরিস্থিতি এখন এমন যে অখ্যাত বোলাররাও প্যাটেলের থেকে ভালো বল করছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এ তিনি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ১৩ ম্যাচে নিয়েছিলেন মাত্র ১৪ উইকেট। রান দিয়েছিলেন ওভার প্রতি ৯.৬৫। গড়ে ম্যাচ প্রতি দিয়েছিলেন ৩২.৪২ রান।

আরসিবির হয়ে এরকম পারফরম্যান্স করার পরেও এবারের নিলামে হর্ষল প্যাটেলের ওপর আস্থা রেখেছিল পাঞ্জাব কিংস। ১১ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছে প্রীতি জিন্টার টিম। নিজেকে প্রমাণ করার জন্য পাঞ্জাব কিংসের অধিনায়ক তাঁকে দুই ম্যাচে সুযোগ দিয়েছিলেন। বলা বাহুল্য সুযোগ কাজে লাগাতে পারনেননি হর্ষল প্যাটেল। আরসিবির বিরুদ্ধে ম্যাচে ওভার প্রতি প্রায় ১১ রান দিয়ে একটি মাত্র উইকেট নিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ওভার পিছু ১১.৭৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর