মারাত্মক বিপদ, জীবন নিয়ে টানাটানি! BJP প্রার্থী রেখা নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

এখন সংবাদ শিরোনামে রয়েছেন সন্দেশখালির ‘নির্যাতিতা’ রেখা পাত্র। না তাঁর পরিচয় এখন শুধু এটাই নয়, এখন তিনি লোকসভা ভোটে BJP-র প্রার্থী। সন্দেশখালির ঘটনার পর থেকেই বারবার প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তুলতে দেখা গিয়েছে এই রেখা পাত্রকে। সবথেকে বড় কথা, তাঁর সঙ্গে কথা অবধি বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এরই মাঝে এই রেখা পাত্রকে নিয়ে প্রকাশ্যে উঠে এল বড় তথ্য।

প্রাণহানির আশঙ্কা রয়েছে রেখা পাত্রর? এবার তাঁকে কেন্দ্রের তরফে দেওয়া হচ্ছে Y ক্যাটেগরির নিরাপত্তা? এখন এই প্রশ্নগুলি বারবার ঘোরাফেরা করছে সকলের মধ্যে। চলতি বছরের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে এই রেখা পাত্রকে। তবে শোনা যাচ্ছে, তিনি নাকি প্রাণহানির আশঙ্কা করছেন। অন্যদিকে এটা শুনে নাকি বসে নেই কেন্দ্রও। খুব শীঘ্রই নাকি রেখাকে নিরাপত্তা প্রদান করা হতে পারে, তাও আবার Y ক্যাটেগরির।

   

বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্রের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের সাসপেন্ডেড নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে এলাকায় মহিলাদের বিক্ষোভের মুখ ছিলেন রেখা পাত্র। সন্দেশখালীতে অবৈধভাবে জমি দখল ও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে ওই স্থানীয় শাসক নেতা ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। রেখা মুখ খোলার পরই গ্রেফতার হয়েছিলেন শিবু হাজরা, উত্তম সর্দাররা।

তবে তিনি নাকি ভয় পাচ্ছেন। এহেন অবস্থায় রেখার নিরাপত্তা জোরদার করার ভাবনাচিন্তা করছে কেন্দ্র। এক-দু’দিনের মধ্যেই নিরাপত্তা বাড়ানো হবে। সূত্রের খবর রেখাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতে পারে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর