অবিলম্বে মেটান বকেয়া! DA নিয়ে রাজ্য সরকারকে কড়া নির্দেশ হাইকোর্টের

লোকসভা ভোটের মুখে বড় জয় পেলেন রাজ্য সরকারি কর্মীরা। কেউ হয়তো কল্পনাও করতে পারেননি যে এমনটা হতে পারে। বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু সরকারি কর্মী। শুধুমাত্র তাই নয় ন্যায্য বেতনের দাবিতে হাইকোর্টের দরজা অবধি গিয়েছিলেন সরকারি কর্মীরা। এদিকে সরকারি কর্মীদের এহেন কাণ্ডের পর কর্মচারীদের সঠিক বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিল সরকারি সংস্থা।

নোটিশ জারি করে জানানো হয়েছিল যে যেহেতু আদালতে মামলা চলছে তাই কর্মীদের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া যাবে না। তবে হাইকোর্টের একটি রায়ে খুশির হাওয়া বইছে সরকারি কর্মীদের মধ্যে। এখন আপনিও নিশ্চয় ভাবছেন যে কী হয়েছে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

   

আসলে গোয়ায় বম্বে হাইকোর্ট গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (জিআইডিসি) রেজোলিউশনে উল্লিখিত একটি শর্ত খারিজ করে দিয়েছে, যেখানে বলা হয়েছে যে সপ্তম বেতন কমিশনের সুবিধা কার্যকর করা হবে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া প্রদান করা হবে যদি কোনও মামলা বিচারাধীন না থাকে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কর্মচারীদের এই ভিত্তিতে কমিশনের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।

এই সরকারি সংস্থাকে ১ জানুয়ারি, ২০১৮ থেকে সমস্ত জিআইডিসি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুবিধা বাড়ানোর নির্দেশ দিয়েছে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে বকেয়া টাকা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

সেইসঙ্গে ২০১৮ সালের ১ জানুয়ারির আগে অবসর নেওয়া কর্মীদের বকেয়া অর্থ সংশোধিত পেনশন বাবদ বকেয়া থাকবে। আদালত বলেছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন, সংশোধিত পেনশন এবং অন্যান্য বেতন এখন থেকে তিন মাসের মধ্যে শুরু করতে হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর