দেবদত্তর এক ইনিংস বরবাদ করল এই ৩ প্লেয়ারের কেরিয়ার! টিম ইন্ডিয়ায় আর মিলবে না সুযোগ

পঞ্চম টেস্টে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে টিম ইন্ডিয়া (India national cricket team)। এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছে দেবদত্ত পাড়িক্কলের (Devdutt Padikkal)। কর্ণাটকের খেলোয়াড় প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি। অভিষেক ম্যাচে ৬৫ রানের ইনিংস খেলে সবার মন জয় করে নিয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান। তাঁর খেলা এই ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

জেমস অ্যান্ডারসনের এক ওভারে পাঁচটি চার মেরেছেন। এই ঝড়ো ইনিংস দিয়েই টিম ইন্ডিয়ায় নিজের জায়গা পাকা করে নিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। অন্যদিকে তার এই ইনিংসটি দলের অন্য কিছু খেলোয়াড়ের ক্যারিয়ারকে প্রভাবিত করতে পারে।

   

দেবদত্ত পাড়িক্কালের ৬৫ রানের ইনিংসের পর রজত পতিদারের (Rajat Patidar) জন্য টিম ইন্ডিয়ার দরজা বন্ধ হয়ে যেতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের সুযোগ পেয়েছিলেন এই তরুণ ব্যাটসম্যান। কিন্তু ৩ ম্যাচে একটিও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে পঞ্চম ম্যাচে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট দেবদত্তকে সুযোগ দিয়েছেন। ৬৫ রানের ইনিংস খেলে ভারতীয় দলে নিজের জায়গা নিশ্চিত করে নিয়েছেন দেবদত্ত। রজত ৩ ম্যাচের ৬ ইনিংসে ১০.৫০ এর খুব খারাপ গড়ে ৬৩ রান করেছেন। এ সময় তিনি একবারও ৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি এবং সর্বোচ্চ স্কোর ৩২ রান।

শুধু রজত নয়, দেবদত্ত বাধা হয়ে দাঁড়াতে পারেন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পথে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচে টিম ইন্ডিয়ার অংশ ছিলেন শ্রেয়স। কিন্তু প্রথম দুই ম্যাচে তার পারফরম্যান্স ছিল চরম হতাশাজনক। এখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে রয়েছেন।

ভারতীয় দলে শ্রেয়স আইয়ার ও রজত পতিদার ছাড়াও বন্ধ হয়ে গিয়েছে অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) দরজাও। দেবদত্ত পাড়িক্কালের দুর্দান্ত ইনিংসের পর এবার ভারতীয় দল আরও হয়তো সুযোগ পাচ্ছেন না তিনি। ইতিমধ্যেই ভারতীয় দলের বাইরে রয়েছেন রাহানে। এখন এমন অবস্থা হয়েছে যে তাঁর ফিরে আসা কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে রাহানে এখনও পর্যন্ত ৮৫ টেস্ট খেলে ১৪৪ ইনিংসে ৩৮.৪৬ গড় এবং ৪৯.৫০ এর স্ট্রাইক রেটে ৫,০৭৭ রান করেছেন। এই সময়ে ২৬টি হাফ সেঞ্চুরি ও ১২টি সেঞ্চুরি করেন তিনি।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর