রবিতে আবহাওয়ার বিরাট ভোলবদল, বজ্রবিদ্যুৎ সহ কাঁপানো বৃষ্টির সতর্কতা জারি

রবিবার সকালটা আজ একটু অন্যভাবেই শুরু হল কলকাতার শহরসহ অন্যান্য জেলাবাসীর। গরম নয় বরং শীতল আবহাওয়ার মধ্য দিয়েই রবিবাসরীয় সকালে আরমুড়ি ভাঙলেন বহু মানুষ। ছুটির দিনে আর কিই বা চাই। তবে আজ সারাদিন বাংলার আবহাওয়ার মতিগতি কেমন থাকবে জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন ।

তীব্র গরম আবহাওয়ার পূর্বাভাসের মাঝে বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ (North Bengal) হোক বা দক্ষিণবঙ্গ (South Bengal), তাপমাত্রায় ব্যাপক হেরফের ঘটছে। রাতের দিকে এবং ভোরের দিকে রাস্তায় বেরিয়ে যেন মকনে হচ্ছে শীতকাল। তবে দুপুর হতেই আবহাওয়া যেন নিজের আসল রূপ দেখাতে শুরু করে। ভ্যাপসা গরম পড়তে শুরু করে দেয় রীতিমতো। আর সেইসময় যদি মানুষ বেরোন রাস্তায় তাহলে তো আর কথাই থাকে না। তবে আজকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।

   

সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা অবধি জারি করা হয়েছে। না তবে দক্ষিণবঙ্গ নয়, আজ রবিবার উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি ছ’টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সব জেলায় ৩০-৪০ কিমিতে ঝড় হবে।

rain wb
এখন আপনার মনেও নিশ্চিয়ই প্রশ্ন জাগছে যে তাহলে দক্ষিণবঙ্গের কী হবে? এই বিষয়ে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪ দিন দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বড়জোর আকাশ মেঘলা থাকতে পারে, এর বেশি কিছু না। যদিও আগামী ১৪ মার্চ থেকে রাজ্যে আবহাওয়ার ভোল বদল হতে পারে। সেই সময় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনিও যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে খারাপ খবর। আলিপুর মৌসম ভবন জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর