IPL ইতিহাসে তৃতীয় টিম! ঋতুরাজের অধিনায়কত্বে কামাল করে দেখাল চেন্নাই

সহজ জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ শুরু করেছে চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে জেতার পরেই রেকর্ড গড়েছে চেন্নাই। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই মাইল ফলক ছুঁলেন ঋতুরাজ গায়কোয়াদ। চিপকের মাঠে শুরু থেকে সুবিধা করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, অধিনায়ক ফাফ দু প্লেসিস, রজত পিতদার সহ আরসিবির ব্যাটিং লাইন আপের মগডাল বেশি দুর এগোতে পারেনি। সুপার কিংসের বোলার মুস্তাফিজুর রহমান এই ম্যাচে নিয়েছেন চার উইকেট। প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৩ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

টার্গেট স্কোরে পৌঁছাতে চেন্নাই সুপার কিংসের খুব একটা অসুবিধা হয়নি। আট বল থাকতে ম্যাচ জিতে নেয় তারা। হাতে বাকি ছিল ছয় উইকেট। এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ে নেয় চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোনো একটি দলের বিরুদ্ধে সবথেকে বেশি ম্যাচ জেতার তালিকায় ঢুকে পড়েছে সিএসকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কুড়ি বারের বেশি হারিয়েছে চেন্নাই সুপার কিংস। 

IPL-এ কোনো একটি দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি ম্যাচ জেতা দলগুলোর তালিকা:

   

•মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে ২৩ ম্যাচ।

• চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছ ২১ ম্যাচ।

• কেকেআর পাঞ্জাব কিংসকে হারিয়েছে ২১ বার।

IPL ২০২৪-এর আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপরই অধিনায়ক করা হয় ঋতুরাজ গায়কোয়াড়কে। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ জিতলেন গায়কোয়াড়। আরসিবির বিরুদ্ধে সিএসকে বোলার ও ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মরসুমের বাকি অংশে চেন্নাইকে আত্মবিশ্বাস যোগাবে এই জয়। তবে গায়কোয়াড নিজে এদিন বেশি রান করতে পারেননি। নতুন বলের বিরুদ্ধে কিছুটা ধীর স্থির মনোভাব দেখিয়েছেন। মহেন্দ্র সিং ধোনি ব্যাট না করলেও উইকেট নেওয়ার পিছনে অবদান রেখেছেন। 

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর