ভোটের মুখে ফের সুখবর! আবারও কমল পেট্রোল, ডিজেলের দাম! আপনার শহরে কত?

দুদিন পরেই রয়েছে বসন্ত উৎসব। আর এই উৎসবের মরসুমে সকলের মধ্যেই খুশি খুশি ভাব বিরাজ করছে। তবে এই হোলির আগেই দেশে নতুন করে পেট্রোল ও ডিজেলের দাম কার্যকর হল। আপনারও কি নিজস্ব গাড়ি আছে? জানেন আজ শনিবার জ্বালানি তেলের দাম কত হল? আপনার শহরে কত টাকায় ঠেকল পেট্রোল ও ডিজেলের দাম জানতে পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

আপনি জানলে খুশি হবেন, দোল এবং লোকসভা ভোটের মুখে দেশের দুই রাজ্যে এক ধাক্কায় বেশ খানিকটা কমল জ্বালানি তেলের দাম। যদিও আবার কিছু রাজ্যে বেশ অনেকটাই পেট্রোল ও ডিজেলের দাম আজ বেড়েছে বলে জানা যাচ্ছে। আসুন জেনে নিন কোন শহরে দাম বাড়ল এবং কোথায় দাম কোমল পেট্রোল-ডিজেলের। সবথেকে বড় কথা, আজ দেশের চার মেট্রো শহর কলকাতা, চেন্নাই, দিল্লি ও মুম্বাইতে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল।

   

দেশের চারটি মেট্রো শহরের কথা বলতে গেলে, চেন্নাই ছাড়া আর কোনও মহানগরে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। চেন্নাইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে গিয়েছে। একই সঙ্গে বিহার-সহ কয়েকটি রাজ্যে দাম বেড়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়-সহ কয়েকটি রাজ্যে জ্বালানির দাম কমেছে।

রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৭.৬২ টাকা। অন্যদিকে আজ মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.২১ টাকা এবং ডিজেলের দাম ৯২.১৫ টাকা প্রতি লিটার। এদিন কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৯০.৭৬ টাকা প্রতি লিটার। আজ চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০.৮৮ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৪৭ টাকায় বিকোচ্ছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর