ক্রিকেট মাঠে নয়া বিতর্ক! শ্রীলঙ্কার Timed Out সেলিব্রেশনের এভাবে বদলা নিল বাংলাদেশ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে টানাপোড়েন কিছুতেই কমছে না। বরং প্রায় দিন বিতর্ক নিচ্ছে নতুন মোড়। শ্রীলঙ্কাকে হারিয়ে সোমবার ODI সিরিজ জিতেছে বাংলাদেশ। ট্রফি নিয়ে সেলিব্রশন করার সময় নতুন বিতর্ক।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ হলেই এখন আলোচনায় উঠে আসে টাইম আউট প্রসঙ্গ। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইম আউট করেছিলেন বাংলাদেশে অধিনায়ক শাকিব আল হাসান। এইভাবে প্রতিপক্ষের কোনও ব্যাটসম্যানকে আউট করা কতটা ন্যায় সঙ্গত সে ব্যাপারে আলোচনা চলেছে লাগাতার। শ্রীলঙ্কার ক্রিকেটাররা বাংলাদেশের এই সিদ্ধান্তে যে যারপরনাই অসন্তুষ্ট হয়েছিল সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

   

এরপর এই দুই দেশ যখনই বাইশ গজে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে তখনই বিতর্ক দানা বেঁধেছে। ওডিআই সিরিজ হওয়ার আগে T20 সিরিজ খেলেছে দুই দল। টি২০ সিরিজে জিতেছিলে শ্রীলঙ্কা। সেখানেও যথারীতি উঠে এসেছিল টাইম আউট প্রসঙ্গ। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউজ পাল্টা দিয়েছিলেন মাঠেই। হাতের কব্জিতে ইশারা করে বোঝাতে চেয়েছিলেন সময় শেষ, টাইম আউট।

বিতর্ক আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। শ্রীলংকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জেতার পর ট্রফি নিয়ে সেলিব্রেশন করার জন্য জড়ো হয়েছিল গোটা বাংলাদেশ স্কোয়াড। তখন সেখানে একটি হেলমেট নিয়ে উপস্থিত হন মুশফিকুর রহিম। হেলমেট দেখিয়ে দেরি করে শুরু করেন সেলিব্রেশন। ‘ব্রোকেন হেলমেট’ উদযাপনের মাধ্যমে শ্রীলঙ্কার টাইম আউট উদযাপনের বদলা নিয়েছে বাংলাদেশ। ২০২৩ বিশ্বকাপে হেলমেটের কারণে ব্যাটিং করতে দেরি করছিলেন ম্যাথিউজ। বিরতির কারণে টাইমিং আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর