আম্বানি, আদানি নয়! ভারতের সম্মান রক্ষা করল টাটা! জেনে গর্বিত হবেন

ফের একবার শিরোনামে উঠে এলেন ব্যবসায়ী রতন টাটা। এবার তিনি এমন এক কাজ করলেন যে কারণে ভারতের মান বেঁচে গেল। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। আজ এই প্রতিবেদনে কথা হচ্ছে টাটা গ্রুপকে নিয়ে। এই টাটা গ্রুপ দেশের একমাত্র কোম্পানি যেটি কিনা ভারতের মান রক্ষা করেছে। রতন টাটা হোক বা টাটা গ্রুপ, নাম নিলেই ভারতীয়দের ঠোঁটে একটা চওড়া হাসি ফুটে ওঠে। যাইহোক, টাটা গ্রুপ বিশ্বের প্রায় ৫০টি কোম্পানিকে পিছনে ফেলে দিয়ে একটি বিশেষ মর্যাদা লাভ করেছে। যেটি সম্পর্কে শুনলে আপনিও ভারতবাসী হিসেবে গর্ববোধ করবেন বৈকি।

সম্প্রতি একটি চমকপ্রদ সমীক্ষা সামনে উঠে এসেছে যা দেখে চমকে গিয়েছেন তাবড় তাবড় ব্যবসায়ীরা, বিশেষ করে ভারতীয় ব্যবসায়ীরা। বিসিসি গ্লোবাল ইনোভেশন সার্ভেতে পৃথিবীতে টপ ৫০ কোম্পানির তালিকার মধ্যে নাম রয়েছে একমাত্র ভারতীয় কোম্পানি টাটা গ্রুপের। হ্যাঁ ঠিকই শুনেছেন।

   

এই সার্ভেতে এমন এমন কোম্পানিকে যুক্ত করা হয়েছে যারা আইডিয়েশন নিয়ে কাজ করেছে। এই তালিকায় আমেরিকার ২৫টি কোম্পানির নাম রয়েছে। অন্যদিকে চিনের ৮টি কোম্পানির নাম রয়েছে। এদিকে যদি টপ ১০-এর কথা যদি বলি তাহলে এতে আমেরিকার ৬টি, চিনের ২টি, দক্ষিণ কোরিয়ার ১টি এবং জার্মানির একটি কোম্পানির নাম রয়েছে।

প্রথম কুড়িতে রয়েছে টাটা গ্রুপ

ওদিকে টপ ২০-তে মাত্র একটি ভারতীয় কোম্পানির নাম রয়েছে আর সেটি হল টাটা গ্রুপ। ২০ নম্বর স্থানে রয়েছে টাটা গ্রুপের নাম। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে তালিকা প্রথম স্থানে কোন কোম্পানি আছে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, আমেরিকার বড় কোম্পানি Apple প্রথম স্থান অধিকার করেছে। এরইসঙ্গে ইলন মাস্কের টেসলা দ্বিতীয় স্থান অধিকার করেছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর