অসুস্থ হাওড়া ব্রিজ? স্বাস্থ্যের পরীক্ষা করবে বৈজ্ঞানিকরা! বন্ধ থাকবে যান চলাচল?

হাওড়া ব্রিজ…সকলের কাছে একটা আলাদাই আবেগের জায়গা। প্রত্যেকদিন কয়েক লাখ মানুষ, কয়েক হাজার চার চাকা গাড়ি, দু’চাকা গাড়ি, বাস যাতায়াত করে এই ব্রিজ দিয়ে। বছরের পর বছর ধরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজ। সেইসঙ্গে কলকাতার সঙ্গে হাওড়া জেলাকে সংযুক্ত করছে এই ব্রিজ। তবে এই ব্রিজ নিয়েই এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল। আর যার প্রভাব পড়তে পারে সকলের ওপর।

ব্রিজটি সেই ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। মূলত যানবাহনের আসা যাওয়ার সমস্যা সেইসঙ্গে ট্রাফিক সমস্যা মেটাতে ব্রিটিশরা এই ব্রিজটি তৈরি করেছিলেন। তবে বছরের পর বছর ধরে এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করার পর চাপটা অনেকটাই বেড়েছে। চাপ পরছে ব্রিজের ওপর। ফলে এবার কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই হাওড়া ব্রিজে কাজ শুরু হবে বলে খবর।

স্বাস্থ্যের পরীক্ষা হবে হাওড়া ব্রিজের

   

হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু যাই বলুন না কেন, কী অবস্থায় রয়েছে তা জানা প্রয়োজন হয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে এবার এই বিখ্যাত হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বেসরকারি সংস্থা রাইটস-এর তরফে। কবে থেকে এই স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে বা ব্রিজ কি বন্ধ থাকবে? সেই নিয়ে উঠছে প্রশ্ন সকলের মধ্যে। বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই আর্টিকেলটি।

বন্ধ থাকবে হাওড়া ব্রিজ?

অনেকেই হয়তো জানেন না যে এই রবীন্দ্র সেতু লোহার কাঠামো এবং স্তম্ভের উপর দাঁড়িয়ে। এবার এই কলকব্জাগুলি কেমন আছে সেটা পরীক্ষা করা এখন অত্যন্ত জরুরি হয়ে পরেছে। যদিও এর জন্য যান চলাচলে কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, ১৯২৬ সালে আর এন মুখোপাধ্যায়ের সভাপতিত্বে একটি কমিশন হুগলি নদীর উপর একটি বিশেষ ধরনের ঝুলন্ত সেতু নির্মাণের সুপারিশ করেছিল। সেইমতো ১৯৩৭ সালে ব্রিজ তৈরির কাজ শুরু হয়। ১৯৪৩ সালে কাজ শেষ হয়। এরপর ১৯৪৩ সালের ৩ ফ্রেব্রুয়ারিতে ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর