আর কিছুক্ষণেই মহাদুর্যোগ, দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রঝড় সহ বৃষ্টির সতর্কতা IMD-র

ভ্যাপসা গরমের মাঝেই এবার বাংলাজুড়ে দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। একটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলার আবহাওয়া একপ্রকার ওলটপালট করে রেখে দেবে। জায়গায় জায়গায় ব্যাপক ঝড়-বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনা রয়েছে। কার্যত তেমনই ইঙ্গিত দিলেন আলিপুর আবহাওয়া অফিসের বিজ্ঞানীরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। সেইসঙ্গে ভ্যাপসা গরম পড়ছে। সব মিলিয়ে কলকাতা শহর শহ সমগ্র বাংলার আবহাওয়ার বারোটা বেজে রয়েছে। আজ থেকেই তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায়। আজ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার অবধি চলবে দুর্যোগ।

   

জানা যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সঙ্গে পুবালি হাওয়ার মিশ্রণ ঘটছে। যে কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে। আর এ কারণে দফায় দফায় চোখ পাল্টি করবে বাংলার আবহাওয়া। দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তীয় জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে ফুঁসতে শুরু করেছে সমুদ্র। ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে আজ থেকে আগামী ৭২ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লক্ষ্মীবারে সারাদিন গোটা দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম বজায় থাকবে তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে খবর। আর একটু বেলা গড়ালে বা বিকেলের দিকে বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। এরইসঙ্গে আজ কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।এরপর ফের ১৯ মার্চ মঙ্গলবার থেকে বৃষ্টি নামবে শহরজুড়ে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর