টপার নয়, তবে TRP লিস্টে হিট বঁধুয়া! সেরা হল কে? রইল চমকে দেওয়া তালিকা

যত সময় এগোচ্ছে ততই দিনে দিনে বাংলা সিরিয়ালগুলির রমরমা বাড়ছে। এখন মানুষের ঘরে ঘরে বাংলা সিরিয়াল চলে। আজ বৃহস্পতিবার। আর এই দিনটি সিরিয়ালপ্রেমীদের থেকে শুরু করে বাংলা চ্যানেলগুলির কাছে কত একটা গুরুত্বপূর্ণ দিন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই।

প্রত্যেক বৃহস্পতিবার বাংলা নন ফিকশন থেকে শুরু করে মেগা ধারাবাহিকগুলির রেজাল্ট অর্থাৎ টিআরপি লিস্ট বের হয়। আর এই TRP লিস্ট দেখলে বোঝা যায় কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল বা পিছিয়ে গেল। এবারও তার ব্যতিক্রম ঘটল না। কিন্তু চলতি বছরের TRP তালিকা দেখে সকলের চোখ এক কথায় ছানাবড়া হয়ে গেছে। জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা, বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে।

   

আগের সপ্তাহে দেখা দিয়েছিল জগদ্ধাত্রীকে টপকে বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছিল নিম ফুলের মধু। কিন্তু এই সপ্তাহে কী হয়েছে জানেন? জানেন কোন সিরিয়াল কত নম্বরে উঠে এসেছে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। এখন টানটান ট্র্যাক চলছে জি বাংলার নিম ফুলের মধুতে। দেখানো হচ্ছে, পর্ণা-সৃজনের মাঝে আসতে চলেছে নতুন অতিথি, অর্থাৎ মা হতে চলেছে পর্ণা। অয়ন, নিজের জ্যান্ত বাবার শ্রাদ্ধ করছে। সৃজনের লটারি টিকিট চুরি করেছে সে আর মৌমিতা। এই দৃশ্য দেখে সকলের চোখ কপালে উঠেছে। যাইহোক, জেনে নিন কোন সিরিয়াল কত নম্বরে রয়েছে চলতি সপ্তাহে।

প্রথম: নিম ফুলের মধু ৮.৩

দ্বিতীয়: জগধাত্রী ৮.২

তৃতীয়: ফুলকি ৮.০

চতুর্থ: গীতা LLB ৭.৯

পঞ্চম: কথা ৭.৩

ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে ৭.২

সপ্তম: কার কাছে কই মনের কথা ৬.৫

অষ্টম: অনুরাগের ছোয়া ৬.৩

নবম: বঁধুয়া ৬.২

দশম: আলোর কোলে ৫.৭

 

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর