ফিরে এল শীত! কলকাতা সহ দক্ষিণবঙ্গে নামল পারদ, কবে পড়বে গরম?

আজ শিবরাত্রি (Maha Shivratri)। আর আজকের এই বিশেষ দিনে অর্থাৎ শুক্রবার বাংলার (West Bengal) আবহাওয়া (Weather) কেমন থাকবে সে সম্পর্কে কিছু জানেন? বৃষ্টি হবে নাকি ফের ভ্যাপসা গরম, কেমন থাকবে বাংলার আবহাওয়ার মতিগতি? এই বিষয়ে এবার বড় আপডেট দিল আলিপুর মৌসম ভবন।

জানা গিয়েছে, এদিন কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) আংশিক মেঘলা আকাশ থাকবে। সকাল ও রাতে ঠাণ্ডার আমেজ থাকবে। এরইসঙ্গে বেলার দিকে গরম অনুভব হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ ১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে খবর। আপনি জানলে হয়তো খুশিতে লাফাবেন যে আজ শুক্রবার কলকাতায় পারদ নেমেছে। বিগত কয়েকদিন ধরেই বাংলার আবহাওয়ার ব্যাপক রদবদলের সাক্ষী দেখেছেন সাধারণ মানুষ।

   

দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটে ওপর শুকনো থাকলেও উত্তরবঙ্গে (North Bengal) বেশ কিছু জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে এখন উত্তর পশ্চিমের হাওয়া বইছে। ফলে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু বেলা যত বাড়ে ততই যেন ভ্যাপসা গরম পড়তে থাকে। হাওয়া অফিসের বিজ্ঞানীরা জানাচ্ছেন, মার্চের দ্বিতীয়ার্ধে বিক্ষিপ্ত ভাবে কয়েকটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

এই দিন থেকে গরমের দাপট

মার্চের ১৫ থেকে ২১ তারিখের মধ্যে তীব্র থেকে তীব্রতর হবে গরমের দাপট। এদিকে রবিবারের পর থেকে তাপমাত্রা বাড়বে বাংলার। আজ কি দক্ষিণবঙ্গের কোথাও বর্ষণের সম্ভাবনা রয়েছে? উত্তর হল না। যদিও উত্তরবঙ্গে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা

কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা। যার সরাসরি প্রভাব পড়বে দার্জিলিংয়ে। কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর