নামল পারদ, দক্ষিণবঙ্গে শীত শীত ভাব! কতদিন থাকবে এমন? জানাল আবহাওয়া দফতর

অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ বুধবার বেশ খানিকটা নামল শহর কলকাতার (Kolkata) পারদ। ফুরফুরে হাওয়াও বইছে। যদিও মেঘ রোদের খেলাও সমানতালে চলছে বাংলার আকাশে। এহেন অবস্থায় সকলের একটাই প্রশ্ন, আজ কি বৃষ্টি হবে?

এই বিষয়ে বড় আপডেট শোনালো আলিপুর মৌসম ভবন যে সম্পর্কে আপনারও বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নেওয়া জরুরি বৈকি। বৃষ্টি হবে নাকি বাড়বে ভ্যাপসা গরম? নাকি ঠান্ডা আবহাওয়া ইউটার্ন মেরে বাংলায় ফিরে আসবে? জানা গিয়েছে, আজ রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের বেলায় গরম ও রাতের দিকে হালকা ঠাণ্ডা অনুভব হবে।

   

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে। আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? এদিন দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। আগামীকাল অবধি তাপমাত্রার এহেন ওঠানামা অব্যাহত থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

যদিও আবহাওয়া চোখ পাল্টি করবে উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙ-এর পার্বত্য এলাকায় বৃষ্টি হবে। জানা গিয়েছে, আগামী দুদিন অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা। তার প্রভাব পড়বে দার্জিলিংয়েও বলে খবর।

weather maidan
আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিক তাপমাত্রা। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী ৫ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, আগামী দিনে কি কোনো বড় দুর্যোগ অপেক্ষা করছে বাংলার জন্য?

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর