ChatGPT-র দিন শেষ! এবার আসরে মুকেশ আম্বানি, আনছেন AI হনুমান

মুকেশ আম্বানি…বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং বড় ব্যবসায়ী। তাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। শুধুমাত্র মুকেশ আম্বানিই নয়, মুকেশ আম্বানির সমগ্র পরিবার মানুষের কৌতূহলের অন্ত নেই। বর্তমান সময় মুকেশ আম্বানিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আলাদা করে কিছু বলতে হয় না। তিনি বিশ্বের অন্যতম বড় ব্যবসায়ী এতে কোনও সন্দেহ নেই।

এদিকে যত সময় এগোচ্ছে ততই তিনি নিজের ব্যবসাকে আরও সম্প্রসারণ করার কাজ করেই চলেছেন বিশ্বের তাবর তাবোল ব্যবসায়ীরা আম্বানিকে রীতিমতো সমঝে চলেন। যদিও এবার মুকেশ আম্বানির রিলায়েন্স কোম্পানি এমন একটি কাজ করতে চলেছে যার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিল না আপনিও যদি মুকেশ আম্বানির কোম্পানির নতুন পরিকল্পনা সম্পর্কে শোনেন তাহলে নিজের কানকে এবং নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না হয়তো।

   

ChatGPT-কে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এটি একটি AI ভিত্তিক জিনিস। তবে মুকেশ আম্বানি এবার এই AI ভিত্তিক দুনিয়াতে প্রবেশ করার জন্য উঠেপড়ে লেগেছেন বলে মনে হচ্ছে। শোনা যাচ্ছে দেশের কিছু ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে মিলে একটি বিশেষ ধরনের জিনিস তৈরি করতে চলেছেন মুকেশ আম্বানি। আর এটি হবে কিনা AI ভিত্তিক পরিষেবা।

ai reliance

সোজা ভাষায় বললে, এবার মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শীঘ্রই চ্যাটবট, গুগল, জেমিনি এআই এবং চ্যাটজিপিটির সাথে প্রতিযোগিতা করার জন্য একটি দেশীয় চ্যাটবট আনতে চলেছে। এই চ্যাটবটটি তৈরি করছে রিলায়েন্স কোম্পানি। আর এটির নাম হবে ‘Hanooman’। হ্যাঁ ঠিকই শুনেছেন।

আর এই ‘হনুমান’ চ্যাটবট তৈরির জন্য রিলায়েন্সের সঙ্গে কাজ করছে ৮টি অনুমোদিত বিশ্ববিদ্যালয়। এ ছাড়া এআই প্রকল্প ‘ভারতজিপিটি’ ডেভেলপ করারও প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। রিলায়েন্সের প্রথম এআই মডেলটিতে প্রায় ১১টি স্থানীয় ভাষা সাপোর্ট থাকবে। এই AI ভিত্তিক হনুমানের মাধ্যমে শিক্ষা, অর্থ, সুশাসন ও স্বাস্থ্য খাতও অনেক সহায়তা পেতে পারে বলে মনে করা হচ্ছে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, হনুমান চ্যাটবটের লঞ্চ সফল হলে সংস্থাটি ভারতজিপিটির বিকাশ করা খুব সহজ হবে। অর্থাৎ গোটা বিষয়টিই হবে মেক ইন ইন্ডিয়া। হনুমান চ্যাটবট এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) স্টাইলে কাজ করবে। এতে স্পিচ টু টেক্সট ইউজার-ফ্রেন্ডলির মতো ফিচারও যুক্ত থাকবে।

‘হনুমান’ তার কাজের এক ঝলক দেখিয়েছে। একজন ইঞ্জিনিয়ার কম্পিউটার কোড লেখার জন্য একটি এআই বট ব্যবহার করেছিলেন এবং একজন ব্যাংকার হিন্দিতে এটির সাথে যোগাযোগ করেছিলেন। আইআইটি বম্বে, ওয়্যারলেস ক্যারিয়ার রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এবং সরকারের সহায়তায় হনুমান চ্যাটবটটি তৈরি করা হচ্ছে।

ভারতজিপিটি এবং হনুমান চ্যাটবটের পাশাপাশি দেশে আরও অনেক এআই মডেল তৈরি করা হচ্ছে। ক্রুট্রিম এবং সর্বমের মতো সংস্থাগুলিও এআই মোডগুলি বিকাশ করছে বলে খবর। এদিকে রিলায়েন্স-এর এহেন পদক্ষেপের যথেষ্ট প্রভাব ChatGPT-র ওপর পড়বে তা বলাই বাহুল্য।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর