খেলেন টাকার গদিতে, আসল নামও অন্য! তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জীর সম্পত্তি কত জানেন?

২০২৪ সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে বাংলায় ৪২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকে ৪২ আসনের জন্য প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রার্থী তালিকায় রইল বিরাট চমক। একদিকে যেমন প্রাক্তন ক্রিকেটারদের লোকসভার টিকিট দিয়েছে তৃণমূল, ঠিক সেভাবেই টলিউডের এক নামী অভিনেত্রীকে লোকসভার টিকিট দিল।

আর সেই অভিনেত্রীর নাম শুনলে চমকে উঠবেন আপনিও। নিশ্চিয়ই ভাবছেন কে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, চলতি লোকসভা ভোটে হুগলী থেকে লোকসভা ভোটে লড়বেন ‘দিদি নং ১’ খ্যাত রচনা ব্যানার্জি। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ইতিমধ্যে দিদি নাম্বার ওয়ান প্লাটফর্মের মাধ্যমে তিনি বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে রাজ করছেন। এদিকে রাজনীতির ময়দানে নেমে তিনি কতটা মানুষের মনে জায়গা করে নিতে পারেন সেদিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে সকলের।

   

ইতিমধ্যেই রাজনীতি নিয়ে কিছু টিপস জানতে তিনি আরেক তৃণমূল সাংসদ তথা এক সময়ের নামী অভিনেত্রী শতাব্দী রায়কে অন্তত ২৫ বার ফোন করে নিয়েছেন বলে জানা যায়। যাই হোক বিগত কিছু সময় ধরেই জল্পনা তুঙ্গে উঠেছিল যে এবারের লোকসভা ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোটের ময়দানে নামতে দেখা যাবে তবে এবার সেই জল্পনাতে একপ্রকার শিলমোহর পড়ে গেল কিন্তু আপনি কি জানেন যে রচনা বন্দ্যোপাধ্যায়ের আসল নাম রচনা নয়?

rachna mamata

রচনা ব্যানার্জীর আসল নাম

রচনার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। তিনি কোন সিনেমার মাধ্যমে বিনোদন দুনিয়ার পা রাখেন, সে সম্পর্কে কিছু ধারনা আছে? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। ১৯৭৮ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন রচনা। খুব অল্প বয়সে থেকেই নাচ এবং অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর। ১৯৯৩ সালে রচনা দান প্রতিদান সিনেমার মাধ্যমে সিনেমা দুনিয়ায় পা রাখেন।

রচনা ব্যানার্জীর মোট সম্পত্তি

এরপর নিজের রূপ ও অভিনয়ের জাদুতে সকলকে ঘায়েল করতে থাকেন রচনা। একে একে সূর্যবংশম, পাপী, শুধু তুমি, বাজিমাত, রংধনু সহ একের পর এক সিনেমা করে তাকে লাগিয়ে দেন। রচনার আসল নাম ঝুমঝুম ব্যানার্জি। ২০০৩ সালে ব্যবসায়ী সিদ্ধান্ত ব্যানার্জিকে বিয়ে করেন। যদিও সেই বিয়ে বেশিদিন টেকে না। তবে তাঁরা ডিভোর্সও নেননি। দুজনে কো পেরেন্টিং করে ছেলেকে বড় করছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তি আনুমানিক ১০ মিলিয়ন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর