RBI-র কোপের মুখে বন্ধন ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! আপনার অ্যাকাউন্ট আছে?

ফের একবার দেশের বড় দুটি ব্যাঙ্ককে চরম ধাক্কা দিল Reserve Bank Of India। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটা ঘটতে পারে। এদিকে RBI-র এক চরম পদক্ষেপের কারণে আশঙ্কার প্রহর গুনছেন দেশের বহু মানুষ। আপনারও কি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে আপনার জন্য রইল একটি জরুরি খবর।

নিয়ম না মানার কারণে এর আগে এমন বহু ব্যাঙ্ক রয়েছে যেগুলির ওপর RBI-এর শাস্তির খাড়া নেমে এসেছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। এবার আরবিআই-এর কোপের মুখে পড়ল দেশের দুটি বড় ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই দিনের আলোর মতো সত্যি। এই দুটি ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তাঁরা ইতিমধ্যে ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, তাঁদের টাকা সুরক্ষিত আছে তো?

   

কী বলছে আরবিআই, আর কী করেছে আরবিআই তা জেনে নিন ঝটপট। এমনিতে দেশের প্রত্যেকটা ব্যাঙ্কের ওপর কড়া নজর রাখে RBI। একটু বেগরবাই করলেই ব্যাঙ্কগুলির ওপর আরবিআই-এর শাস্তির খাড়া নেমে আসে। যখনই কোনও ব্যাঙ্ক নিয়ম যদি না মানে, তাহলে রিজার্ভ ব্যাঙ্কের তরফে সেই ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। তেমনই এবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও বন্ধন ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই বলেছে যে এই দুই ব্যাঙ্ক নির্দিষ্ট নিয়ম মানেনি, যার কারণে আরবিআই জরিমানা আরোপ করেছে।

আরবিআই ব্যাংক অফ ইন্ডিয়াকে ১.৪ কোটি টাকা জরিমানা করেছে। পাশাপাশি, নির্দিষ্ট নির্দেশ না মানার জন্য বেসরকারি ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ককে ২৯.৫৫ লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই। ‘রেট অফ ডিপোজিটস’, ‘কাস্টমার সার্ভিস ইন ব্যাঙ্কস’, ‘রেট অফ ইন্টারেস্ট অন লোন’ এবং ‘ক্রেডিট ইনফরমেশন কোম্পানিজ রুলস, ২০০৬’-এর বিধান না মানার জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ২ লক্ষ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

জালিয়াতি পর্যবেক্ষণ এবং কেওয়াইসি নির্দেশাবলী পর্যবেক্ষণের জন্য এনবিএফসি গাইডলাইনস, ২০১৬-এর কিছু বিধান মেনে না চলার জন্য ইন্দোস্টার ক্যাপিটাল ফিনান্স লিমিটেডকে ১৩.৬০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বন্ধন ব্যাঙ্কের এই একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর