Hardik Pandya: ‘সচিনও সৌরভের অধিনায়কত্বে খেলেছেন’, হার্দিকের পাশে দাঁড়ালেন অশ্বিন

ক্রমাগত ক্রিকেট প্রেমীদের মধ্যে ক্রমাগত চর্চায় রয়েছেন হার্দিক পান্ডিয়া।(Hardik Pandya)।  ক্রিকেট প্রেমীদের একাংশ ধারাবাহিকভাবে বলছেন, তাঁকে অধিনায়ক করে ভুল করেছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হার্দিকের নেতৃত্বে মুম্বাই এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি। যার ফলে সমালোচনার বেগ আরও বেড়েছে। হার্দিক পান্ডিয়া যখন চাপে পড়েছেন তখন প্রকৃত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব সরিয়ে নেওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সের গ্রাফ ক্রমে নিচের দিকে নেমে চলেছে। আইপিএলের অন্যতম সফল দলের অধিনায়ক হিসেবে কতটা চাপ সহ্য করতে হবে হার্দিক পান্ডিয়া এখন সেটা খুব ভালোভাবে টের পাচ্ছেন। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বাই পরাজিত হয়েছিল শোচনীয়ভাবে। আইপিএলের ১৭ বছরের রেকর্ড ভেঙে দিয়ে হায়দরাবাদ সবথেকে বেশি রান তুলেছিল স্কোরবোর্ডে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ করেছিল ২৭৭ রান। দ্বিতীয় ইনিংসে চেষ্টা করলেও ৩১ রানে ম্যাচটি হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। অনেকের দাবি, হার্দিকের খারাপ অধিনায়কত্বের জন্য মুম্বাইয়ের দলের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করার সুযোগ পেয়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

   

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুটো ম্যাচেই হেরেছে দল। খেলায় হার-জিত থাকে। মুম্বাই ইন্ডিয়ান্সের পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে উঠে আসছে সেই হার্দিক পান্ডিয়ার নাম। মাঠে হোক কিংবা মাঠের বাইরে, হার্দিক এখন চাপের মধ্যে রয়েছেন। তাঁর দিক থেকেও হয়তো ভুল রয়েছে। কিন্তু তাই বলে এতটা ট্রোলিংয়ের শিকার হতে হবে তাঁকে? বিষয়টা মেনে নিতে পারছেন না কেউ কেউ। পান্ডিয়ার পাশে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

হার্দিকের পাশে দাঁড়িয়ে অশ্বিন বলেছেন, ‘কেউ যদি কোনও খেলোয়াড়কে পছন্দ না করেন এবং তাঁকে ঘৃণা করেন, তাহলে কেন গোটা একটা দলকে এরকম পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে? আমরা এমন আচরণ দেখছি যা আগে কখনও ঘটেনি। সচিন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে খেলেছেন এবং তাঁরা দুজনেই রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে খেলেছেন। তিনজনই অনিল কুম্বলের অধিনায়কত্বে খেলেছেন এবং এঁরা সকলেই মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে খেলেছেন। ধোনির অধিনায়কত্বে থাকাকালীন এনারা সকলেই ক্রিকেটের কিংবদন্তি ছিলেন।’

সচিন-সৌরভের উদাহরণ দিয়ে অশ্বিন বোঝাতে চেয়েছেন কিংবদন্তিদের অনেকের অধিনায়কত্ব খেলতে হয়। দলের অধিনায়ক তারকা ক্রিকেটারদের থেকে অনেকটা জুনিয়র হতে পারেন। কিন্তু হার্দিককে যেভাবে সমালোচনার মধ্যে পড়তে হয়েছে তেমনটা সচরাচর দেখা যায় না।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর