IPL 2024: বদলে গেল স্কোয়াড! লখনউ সুপার জায়ান্টে নিউজিল্যান্ডের ধুরন্ধর বোলার

মরসুম (IPL 2024) শুরু হয়ে যাওয়ার পর স্কোয়াডে বদল। দ্রুত গতির বোলারকে নিজেদের স্কোয়াডে নিশ্চিত করে নিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্ট (LSG)। শনিবার বিকেলে আইপিল-এর অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে এই খবর। এক ইংরেজ ক্রিকেটারের জায়গায় লখনউ সুপার জায়ান্টে এসেছেন কিউই পেসার।

ইংল্যান্ডের অলরাউন্ডার ডেভিড উইলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার ব্যাপারে আগে উৎসাহ দেখিয়েছিলেন। তিনি আইপিএল ২০২৪ খেলবেন এটা ধরে নিয়েই তাঁকে দলে নিয়েছিল সুপার জায়ান্ট। কিন্তু এক প্রকার আচমকা মত বদলায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান এবারের আইপিএল থেকে। আচমকা ক্রিকেটারের সরে দাঁড়ানোর ঘটনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন নয়। আগেও এমন ঘটেছে অনেকবার। লখনউ আইপিএলে-এর প্রথম ম্যাচে হেরেছে। দলের কোথায় কি ফাঁকফোকর রয়েছে সে ব্যাপারে আভাস পেয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই অনুযায়ী উইলির পরিবর্ত খুঁজে পেয়েছে এলএসজি ম্যানেজমেন্ট।

   

ইংল্যান্ড অলরাউন্ডার ডেভিড উইলির জায়গায় কে?

ডেভিড উইলির পরিবর্তে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ম্যাট হেনরিকে স্কোয়াডে নিশ্চিত করেছে লখনউ সুপার জায়ান্টস। ব্যক্তিগত কারণে চলতি মরসুম শুরুর আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ডেভিড উইলি। হাতে কিছুটা সময় নিয়েই বদলি ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। ম্যাট হেনরিকে ১.২৫ কোটি টাকার বিনিময়ে দলের সঙ্গে যুক্ত করেছে লখনউ সুপার জায়ান্টস।

 

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি তাঁর দ্রুত গতির জন্য পরিচিত। ধারাবাহিকভাবে ১৪০ প্লাস গতিতে বল করার মতো ক্ষমতা রাখেন তিনি। নতুন বলের পাশাপাশি ডেথ ওভারেও দলের জন্য কার্যকর প্রমাণিত হতে পারেন তিনি। ম্যাট হেনরি এর আগে আইপিএলে পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস দলের অংশ ছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন মাত্র দুটি ম্যাচ। ২০১৭ সালে পাঞ্জাব কিংসের হয়ে ম্যাচ দুটি খেলেছিলেন।

নিউজিল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ২৫ টি টেস্ট, ৮২ টি ওয়ানডে ও ১৭ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হেনরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ২০ উইকেট রয়েছে হেনরির ঝুলিতে। ইকোনমি দেখা গিয়েছে ৮-এর আশেপাশে, গড় ২৪.৮। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩১ ম্যাচে ২৪.৭০ গড়ে নিয়েছেন ১৫১ উইকেট।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর