MS Dhoni: ধোনিকে নিয়ে বড় রহস্যের উদ্ঘাটন, অবশেষে জানা গেল কেন তিনি ছাড়লেন অধিনায়কত্ব

রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ফের করলেন বয়স শুধু সংখ্যা মাত্র। দিল্লির বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস (CSK) মরসুমের প্রথম ম্যাচে পরাজয় বরণ করলেও ম্যাচে নজর কেড়েছেন মাহি। চলতি মরসুমে এই প্রথম ব্যাট করতে নেমেছিলেন। মাঠে নেমেই চেনা ফর্মে মাহি। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তদের পরিচিত লাইন ফের আলোচনার কেন্দ্র, ‘মাহি মার রাহা হ্যায়’।

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চর্চা যখন তুঙ্গে উঠতে শুরু করেছে তখন তাঁকে নিয়ে প্রকাশ্যে এল কিছু তথ্য। ধোনি কেন চেন্নাই সুপার কিংসে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন সে ব্যাপারে জানা গেল কারণ। একই সঙ্গে জানা গিয়েছে তাঁর অবসরের ব্যাপারে।

   

আইপিএল ২০২৪ মরসুম শুরুর ঠিক আগে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। মহেন্দ্র সিং ধোনির জায়গায় চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদে নিয়ে আসা হয় রুতুরাজ গায়কোয়াডকে। সিএসকের এই সিদ্ধান্তে ক্রিকেট প্রেমীদের অনেকে বিস্মিত হয়েছিলেন। দল এবং ধোনি হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন এ ব্যাপারে কারণ প্রকাশ্যে এসেছে। এতো বড় সিদ্ধান্তের পিছনে থাকা কারণ প্রকাশ্যে এনেছেন ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ ও বর্তমানে আইপিএলের ধারাভাষ্যকর রবি শাস্ত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী দাবি করেছেন, ‘একটা ব্যাপার স্পষ্ট, মহেন্দ্র সিং ধোনির হয়তো এটাই শেষ মরশুম। তিনি আর খেলবেন কি না সেটা পুরোটা নির্ভর করছে তাঁর শরীর কতটা সায় দেবে। ধোনি পুরো মরসুম খেলতে পারবে কি না সেটাও দেখার বিষয়। আমার মনে হয় নিজের শরীরের কথা মাথায় রেখেই ধোনি মরসুম শুরুর আগে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কারণ মরসুমের মাঝপথে রুতুরাজ গায়কোয়াডের হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া সম্ভব হতো না। ধোনি খাতায় কলমে অধিনায়ক না থাকলেও পিছনে থেকে রুতুরাজকে সাহায্য করতে পারবেন।

একই সঙ্গে রবি শাস্ত্রী আলোচ্য সাক্ষাৎকারে বলেছেন, ‘তবে আমার মনে হয় ধোনি যখন রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করেছিলেন তখন খুব একটা অবদান রাখতে পারেননি। হয়তো ধোনি তখন কিছুটা পিছিয়ে ছিলেন। হয়তো ধোনি ওকে (রবীন্দ্র জাদেজা) স্বাধীনতা দিয়েছিলেন। ধোনি অবশ্যই জাদেজার পাশে সব সময় ছিলেন। কিন্তু জাদেজাকে অনেকটা স্বাধীনতা দেওয়া হয়েছিল, যাতে সে অধিনায়ক হিসেবে দলের কাছে নিজেকে প্রমাণ করতে পারে।’

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর