সাতসকালে বড় খবর, মাসের শুরুতেই ব্যাপক সস্তা হল রান্নার গ্যাস

লোকসভা ভোটের মুখে আরও এক মাস্টারস্ট্রোক দিল কেন্দ্রের মোদী সরকার। চলতি মাস অর্থাৎ এপ্রিল মাসেই শুরু হচ্ছে লোকসভা ভোট। আগামী ১৯ এপ্রিল দেশে রয়েছে প্রথম দফার ভোট। তবে এই ভোটের আগেই দেশবাসী থেকে শুরু করে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট মালিকদের স্বস্তি দিল সরকার। সাত সকালে কমানো হল রান্নার গ্যাসের দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন।

আজ সোমবার ১ এপ্রিল বেশ খানিকটাই সস্তা হল রান্নার গ্যাস। জানা গিয়েছে, আজ থেকে সিলিন্ডারের দাম ৩২ টাকা কমলেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। IOC-র তরফ থেকে জারি করা নয়া আপডেট অনুযায়ী, আজ সোমবার থেকে দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১৭৬৪.৫০, কলকাতায় ১৮৭৯ টাকা, মুম্বইয়ে ১৭১৭.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১৯৩০ টাকায়। উল্লেখ্য, শেষবার সিলিন্ডারের দাম ২০২৪ সালের ১ মার্চ বাড়ানো হয়েছিল। সে সময় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ২৫ টাকা বেড়ে গিয়েছিল।

   

তবে নতুন মাসে এক ধাক্কায় ৩২ টাকা কমানো হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। যে কারণে বেজায় স্বস্তিতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট মালিকরা। আজ দেশের অন্যান্য শহরেও কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। যেমন আগ্রায় সিলিন্ডার পাওয়া যাবে ১৮১১.৫ টাকায়। লখনউতে এর দাম এখন ১৮৭৭.৫ টাকা হবে। রাজস্থানের জয়পুরে এখন ১৯ কেজি সিলিন্ডার পাওয়া যাবে ১৭৮৬.৫০ টাকায়। গুরুগ্রামে বাণিজ্যিক সিলিন্ডার ১৭৭০ টাকা হয়ে গেছে। লুধিয়ানায় ১৯ কেজির সিলিন্ডার পাওয়া যাবে ১৮৩৫.৫০ টাকায়। পাটনায় আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডার বেড়ে হয়েছে ২০৩৯ টাকা।

 

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর