ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, ১১ জেলায় ঝেঁপে বৃষ্টির ভ্রূকুটি

সকাল থেকেই কালো মেঘে ঢাকল আকাশ। সেইসঙ্গে দোসর হয়েছে ভ্যাপসা গরম। আজ বৃহস্পতিবার সকাল ট্যেকে সব মিলিয়ে এক অস্বস্তিকর আবহাওয়ার সাক্ষী থাকলেন কলকাতা শহরবাসী থেকে শুরু করে বাকি জেলার মানুষজন। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আজ থেকেই বাংলার জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কেমন থাকবে বাংলার আবহাওয়া?

এদিন শহর কলকাতায় কি বৃষ্টি হবে? আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে মোটের ওপর সও সম্পর্কে কোনো ধারণা আছে? তাহলে আবহাওয়ার হাল হকিকত জানতে ঝটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকেই জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

   

এমনকি আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলী, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা এবং হাওড়ায় ঝেঁপে বৃষ্টি নামবে। ফলে বাড়ি থেকে বেরোনোর আগে ছাতা সঙ্গে করে রাখতে ভুলবেন না কিন্তু নইলে বিপদে পড়তে পারেন আপনিই।

দক্ষিণবঙ্গে হু হু করে বাড়বে পারদ

তবে আপনি যদি ভেবে থাকেন এই বৃষ্টির ফলে স্বস্তিজনক আবহাওয়া বিরাজ করবে বাংলায় তাহলে সেগুড়ে বালি। কারণ বৃষ্টি হলেও বাংলাজুড়ে আদ্র এবং অস্বস্তিজনক আবহাওয়া থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৬°সে এর আশেপাশে। এরপর ধীরে ধীরে যত সময় যাবে চড়া হবে গরম।

উত্তরবঙ্গের কথা বললে, উত্তরবঙ্গে সপ্তাহের শেষে সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বাড়তে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপাত্রা।  আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, মালদায়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর