ভারত সেরা গায়ক বাবা, ছেলে কী করেন? চিনে রাখুন শানের গুণধর পুত্রকে

বলিউড (Bollywood) হোক বা টলিউড (Tollywood), বিগত কয়েক শতক ধরে কাঁপাচ্ছেন বিখ্যাত প্লেব্যাক গায়ক শান (Shan)। তাঁর কণ্ঠের মাধুর্য এখনো সবার কানে গেঁথে রয়েছে যেন। তার ফিটনেস এবং সতেজ কণ্ঠস্বর তাকে যেন আরও সকলের কাছে নবীন করে তোলে। তবে আজ এই প্রতিবেদনে শানকে নিয়ে আলোচনা হবে। না। আজ কথা হবে তাঁর মেধাবী ছেলেকে নিয়ে।

বাস্তবতা হলো, শানও তার মতো মেধাবী ছেলের বাবা। প্রতিভার দিক থেকেও ছেলে বাবার চেয়ে কোনো অংশে কম নয়। সেই ৯০-এর দশক থেকে বলিউড থেকে শুরু করে টলিউড, দাপিয়ে বেড়িয়েছেন শান। তাঁর গান এখনো চালালে মানুষজন মন দিয়ে শোনেন। তবে তাঁর ছেলেকে নিয়েও কিন্তু এখন কম আলোচনা হচ্ছে না। বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক শানের ছেলের নাম হল সোহম মুখার্জি (Soham Mukherjee)।

   

সোহম তার যাত্রা শুরু করেছিলেন KWAN এবং সনি মিউজিক ইন্ডিয়ার যৌথ উদ্যোগ বিগ ব্যাং মিউজিকে এএআর ইন্টার্ন হিসাবে যোগদানের মাধ্যমে। তিনি একজন শিল্পী এবং রেকর্ড প্রযোজক হিসাবেও কাজ করেন। শুধু তাই নয়, মুম্বাইভিত্তিক বিকল্প র‍্যাপ গ্রুপ সিটিমলের প্রাথমিক সদস্য ও প্রযোজক তিনি।

শানের ছেলে সোহম বর্তমানে লস অ্যাঞ্জেলেসে থাকেন। তিনি এন্টারটেইনমেন্ট ল অ্যান্ড বিজনেসে ব্যাচেলর অব সায়েন্স করছেন। ২০২১ সালে কোভিড মহামারির পরপরই সোহম উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। সেই সময় এক সাক্ষাৎকারে শান জানিয়েছিলেন, ছেলের জন্য তিনি কতটা উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘সোহমের আমেরিকায় থাকা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি জানি সে নিরাপদ পরিবেশে আছে, তার কলেজ তার রাস্তার ওপারে। আর একটা সময় সকলকেই স্বাধীন হতে হবে। কোভিড-১৯ মহামারী এমন একটি বিষয় যা আমাদের এখনই বাঁচতে হবে। আমরা এর জন্য জীবনকে দেরি করতে পারি না। “

shaan

সোহমের প্রথম স্বীকৃত কাজ ছিল টাইগার শ্রফের প্রথম গান আনবিলিভেবল। তিনি তার কাজের জন্য প্রচুর ভালবাসা এবং মনোযোগ আকর্ষণ করেছেন কারণ তিনি লজিক প্রো এক্সে মিক্সিং, মাস্টারিং, রেকর্ডিং এবং প্রযোজনায় অত্যন্ত দক্ষ। সোহুমের অন্যান্য গানের মধ্যে রয়েছে বেফিজুল, লাইফস্টাইল, ক্রেজি, গন, ডেভিড বেকহ্যাম, লিভিং ইন আ ড্রিম, মাইকেল বে, শি নোজ, ক্যালি, ওয়াচ, নাইস টু মিট বা আরও অনেক গান। তিনি রোলিং স্টোন ম্যাগাজিন এবং জিকিউর মতো আন্তর্জাতিক ম্যাগাজিনেও কাজ করেছেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর