মাসের প্রথম দিনেই ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হতে পারে বাংলার ৫ জেলা, জারি সতর্কতা

একদিকে যখন মারণ কালবৈশাখী তান্ডবে লণ্ডভণ্ড হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা তখন আরেকদিকে ভ্যাপসা গরমের নাজেহাল অবস্থা হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ। আকাশ আংশিক মেঘলা সেইসঙ্গে একটু হাওয়া বইলেও অস্বস্তিকর আবহাওয়া যেন যেতেই চাইছে না। আজ অর্থাৎ সপ্তাহের প্রথম দিন এপ্রিল মাসের ১ তারিখে বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে যেহেতু আকাশ পরিষ্কার হচ্ছে যে কারণে আগামী কয়েকদিন হু হু করে তাপমাত্রা বাড়বে বাংলাজুড়ে। বিশেষ করে দক্ষিণবঙ্গের আবহাওয়া স্বাভাবিকের তুলনায় অনেকটাই গরম হবে বলে খবর। এছাড়া বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে। পশ্চিমাঞ্চলের কিছু জেলার পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। ঝাড়খণ্ডে যদি নতুন করে কোনোরকম মেঘের সঞ্চার না ঘটে তাহলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষের ভোগান্তির শেষ থাকবে না।

   

মেঘের সঞ্চার যদি না হয় তাহলে আপাতত বাংলায় কোনোভাবে বৃষ্টি হবে না। যদিও সোমে বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? হাওয়া অফিসের মতে, উত্তরবঙ্গের পাশাপাশি সজ দক্ষিণবঙ্গের আবহাওয়ারও পরিবর্তন ঘটছে। এদিকে আজ রাজ্যের একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কয়েকটি জেলায় ঝড়ও উঠবে বলে আশঙ্কা। জানা যাচ্ছে, আজ  ও আগামী কয়েক দিনে কলকাতা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ চাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি।

 

এছাড়া আজ সোমবার উত্তরবঙ্গের মোট ৫ জেলা যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে আজও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর